প্রথমবার দর্শকদের কল্পবিজ্ঞাননির্ভর ছবি উপহার দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবির নাম 'দোবারা'। মুখ্য ভূমিকায় অভিনেত্রী তাপসী পান্নু। ছবির গল্পে কল্পবিজ্ঞানের পাশাপাশি রয়েছে রহস্য। ছবির গল্পের শুরুতেই দেখা যায় একটি টেলিভিশনকে। টেলিভিশনের মধ্যেই লুকিয়ে রয়েছে বহু রহস্য। ছবির মূল চরিত্র একদিন এই টেলিভিশনের পর্দায় এক শিশুকে দেখতে পান। তারপরেই ছবির গল্পের সঙ্গে জড়িয়ে যায় ২৬ বছর আগে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা। এমন থ্রিলার ও কল্পবিজ্ঞানে মিশ্রনে তৈরি গল্পের উপর ছবি তৈরি হয়ে না বললেই চলে। তাই ছবির ট্রেলার মুক্তির পর থেকে ছবি নিয়ে উৎসাহ দেখিয়েছে দর্শকরাও। বড় পর্দায় আসার আগেই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং ফ্যান্টাসিয়া চলচ্চিত্র উৎসবে 'দোবারা'র প্রিমিয়ার হয়েছে। সেখানকার দর্শকরাও ছবির প্রশংসা করেছেন। সম্প্রতি এই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তাপসী ও পাভেল গুলাটি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এই ছবি সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে কথা বলেছেন তারা।
ছবিতে তাপসী পান্নু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাভেল গুলাটি, রাহুল ভট্ট, তৈফিক শেরশাহ, রাহুল তিওয়ারি। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়েও একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। ছবির গল্প লিখেছেন নিহিত ভাব (Nihit Bhave)। প্রযোজনা করেছেন একতা কাপুর।