অনেকদিন পর বাংলা ছবির পর্দায় ফিরলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে এক ছবিতে মমতাশঙ্কর আর দেব। ছবির নাম ‘প্রজাপতি’। যে ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছে তিলোত্তমায়। হইচইয়ের কারণ অনেক। তবু প্রথম আর প্রধান কারণ মিঠুন আর দেব। প্রজাপতি ছবিতে তাঁরা বাবা আর ছেলের ভূমিকায়। বহুদিন পর এমন মাটির কাছাকাছি বাবা- ছেলের গল্প দেখল দর্শক। এ গল্প যেন ঠিক পাশের বাড়ির গল্প।
গল্পের কেন্দ্রে সত্তোরোর্ধ্ব বৃদ্ধ গৌর আর তাঁর ছেলে জয়। দুজনেই কলকাতাবাসী। গৌরের স্ত্রী গত হয়েছেন ছেলের যখন পাঁচ বছর। তাঁর এককন্যা বিবাহিতা। বাবা-ছেলের সংসারে এবার পুত্রের বিয়ে দিতে চান তিনি। এই ভাবনায় চলতে গিয়েই গৌরের দেখা হয়ে যায় প্রাক্তন প্রেমিকা ‘কুসুম’ মমতাশঙ্করের সঙ্গে। পথেই এগিয়েছে ছবির গল্প। বার্ধক্যের একাকিত্ব এ ছবির অন্যতম চরিত্র হয়ে উঠেছে। বাবা আর ছেলের সম্পর্ক ছবির অন্যতম স্তম্ভ। বাংলা ছবির দর্শকদের মন ভাল করে দিয়েছেন মিঠুন-মমতা। ছবিতে আছেন শ্বেতা ভট্টাচার্য,অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ। অতনু রায়চৌধুরী নিবেদিত এই ছবির পরিচালক অভিজিৎ সেন। ছবি দেখে কী বলছেন দর্শকরা, শুনে নিন জিয়ো বাংলার পর্দায়