ক্রিকেট নিয়ে কলকাতাবাসীর উৎসাহ সবসময় টগবগিয়ে ফুটছে। সে পাড়ার ক্রিকেট লিগ হোক কিংবা বড় কোনও টুর্নামেন্ট, প্রায় সব ধরনের ক্রিকেটই ক্রিকেট ভক্তদের আকৃষ্ট করে। জনপ্রিয় ক্রিকেট লিগ 'প্রফেশনাল প্রিমিয়ার লিগ' ঘিরেও উৎসাহ একই রকম। গতবছরের মতো এই বছরও অনুষ্ঠিত হল 'প্রফেশনাল প্রিমিয়ার লিগ'। এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন সংস্থার কর্মীরা। এবছর মোট আটটি দল অংশগ্রহণ করেছে 'প্রফেশনাল প্রিমিয়ার লিগ' ক্রিকেট প্রতিযোগিতায়। এবছর ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এই ক্রিকেট লিগ। এটি ছিল 'প্রফেশনাল প্রিমিয়ার লিগ'-এর চার নম্বর সিজন। সকাল ৭টা থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল।
গত চার বছর ধরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বিভিন্ন সংস্থার কর্মীরা ও ব্যবসায়ীরা। নিজেদের ব্যস্ত জীবনে কাজের চাপ কমাতে প্রত্যেক বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাঁরা। এবছর 'প্রফেশনাল প্রিমিয়ার লিগ'-এর ফাইনালে খেলে দুটি দল তাদের নাম হল- 'শ্রী কম্পিউটারস' আর 'হ্যাটকে ডেকর'। তবে দু'দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টুর্নামেন্টটের ফাইনালে ট্রফি জিতে নিয়েছে 'হ্যাটকে ডেকর'।
তবে এই টুর্নামেন্টে হার-জিত নিয়ে প্রতিযোগিরা চিন্তিত নন। একসঙ্গে সহকর্মীদের সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে তাঁরা সকলেই খুব খুশি হয়েছেন। ২০২২ সালে 'প্রফেশনাল প্রেমিয়ার লিগ' অনুষ্ঠিত হয়েছে কলকাতার ই-মলে।