ক্রিকেট খেলা দেখেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে শুধুমাত্র ক্রিকেট খেলা নয়, এই খেলার সঙ্গে জড়িত তারকাদের নিয়েও উৎসাহ কম নয় ভারতীয়দের। এবার ভারতীয় ক্রিকেটের এমনই এক মহাতারকার জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে 'সাব্বাস মিঠু' ছবিটি। এই ছবির 'মিঠু' হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজ। মাত্র ৮ বছর বয়সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন মিতালী। যদিও স্বপ্নপূরণের যাত্রায় অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। মিতালীর জীবনের সেই অজানা অধ্যায়কে এবার বড় পর্দায় নিয়ে আসছেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এটা সৃজিতের প্রথম স্পোর্টস ড্রামা। যেখানে মিতালী রাজের ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী তাপসী পান্নুকে। ছবিতে মহিলা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে গিয়ে ক্রিকেট কোচ নুরশিন আল কাদের কাছে অনুশীলন করেছেন তিনি। প্রতিদিন ১২ ঘন্টা চলত ছবির শুটিং। আর বাকি সময় ক্রিকেটের গ্লাভস, হেলমেট, লেগগার্ড পরে অনুশীলন করতেন তাপসী।
আগে মহেন্দ্র সিং ধোনি ও আজহারউদ্দিনের জীবনীর উপর ছবি নির্মাণ করা হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির জীবনী অবলম্বনে নির্মিত 'এম এস ধোনি: আন টোল্ড স্টোরি' ছবিটি দর্শকরা খুব পছন্দ করেছিল। এই প্রথম মহিলা ক্রিকেটারের জীবনী অবলম্বনে ছবি নির্মিত হচ্ছে। ছবিতে সৃজিত ছাড়া রয়েছেন আরও একজন বাঙালি। তিনি হলেন মমতাজ সরকার। ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে মমতাজ সরকারকে।
ছবির ট্রেলারের শুরুতেই ছোট মিতালীকে দেখানো হয়েছে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ক্রিকেটার হওয়ার। কিন্তু ক্রিকেটার হতে সমাজের একজন নারীকে আজও কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়ে আর এই সব প্রতিকূলতাকে পিছনে ফেলে মিঠু হয়ে ওঠে মিতালী রাজ। সেই গল্প জানতে হলে ১৫ জুলাই বড় পর্দায় দেখতে হবে 'সাব্বাস মিঠু' ছবিটি।