গেম অ্যাডিকশন প্রেক্ষাপটের উপর নির্মিত হল 'হাবজি গাবজি'

এখন মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গ্যাজেট হল মোবাইল। চব্বিশঘন্টা স্ক্রিনেই বন্দি মানুষ। মোবাইল কখন যে অভ্যাস থেকে বদঅভ্যাসে বদলে যায় সে খেয়াল কারুর বিশেষ থাকে না।  বিশেষ করে শিশুদের মধ্যে মোবাইল গেম অ্যাডিকশনে পরিণত হয়েছে। আর এই সমস্যাকে কেন্দ্র করেই পরিচালক রাজ চক্রবর্তী নিয়ে আসছে তার নতুন ছবি 'হাবজি গাবজি'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ছবির মূল বিষয় সম্পর্কে জানিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেছেন, ‘শিশুদের মধ্যে মোবাইল গেম খেলাটা একটা অ্যাডিকশনে পরিণত হয়েছে। এখন সারা পৃথিবীতে ক্যান্সারের থেকেও বেশি ভয়াবহ হয়ে উঠেছে গেম অ্যাডিকশন। বিশেষ লকডাউনের সময় এই সমস্যা আরও বেড়েছে। তাই আমাদের এই ছবির মাধ্যমে আমরা দর্শকদের এই বিষয়ে অ্যায়ারনেশ বাড়াতে চাই।"

ছবিতে একটি শিশুর গল্প বলা হয়েছে। যে ছোটবেলা থেকেই তার মা-বাবাকে কাছে পাইনি। মোবাইল গেমই হয়ে উঠেছিল তার একমাত্র সঙ্গী। ছোটবেলা থেকেই মোবাইল খেলার অভ্যাস তৈরি হয়েছে তার মধ্যে। যার ফলে মানসিক টানপোড়েনের মধ্যেও পড়তে হয়েছে। এক সময় মোবাইল তার হাত থেকে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পরে। মোবাইল গেমের জন্য সে নানা ঘটনা ঘটায়। আর সেগুলি জানতে হলে দেখতে হবে 'হাবজি গাবজি' ছবিটি।

রাজ চক্রবর্তী প্রযোজনায় আসন্ন জুন মাসে মুক্তি পাবে এই ছবিটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...