'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'তে ঘরে ফিরলেন সোনালী

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্পে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি'। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এই ধারাবাহিকের সম্পর্কে জানিয়েছেন ধারাবাহিকের পরিচালক রূপক দে। গল্পের বোধিসত্ত্ব হল একটি ছোট ছেলে যে খুব বুদ্ধিমান। বোধি বিদ্যাসাগরের আদর্শে বিশ্বাসী। বাঙালি একান্নবর্তী পরিবারে সে থাকে। ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছে, বোধিসত্ত্বের পরিবারের সকলে ঘুরতে যাচ্ছেন। সবাই তৈরি বেরোনোর জন্যে ঠিক সেই সময় বোধিসত্ত্ব হাজির হয়েছে সেখানে। তার পোশাক দেখে সকলে আবাক। একটি পাঞ্জাবি ও ধুতি পরে সে ঘুরতে যেতে চাইছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে, "ঘুরতে যাওয়ার আদর্শ পোশাক তো এটাই"।

ধারাবাহিকে বোধির রায়ান গুহ নিয়োগী। বোধির বাবা মায়ের ভূমিকায় সোনালী চৌধুরী ও বিশ্বনাথ বসুকে। বেশ কিছু বছর বিরতির পর আবার ধারাবাহিকে অভিনয় শুরু করতে চলেছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। তবে তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সমতা দাস, সুমন্ত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী মতো অভিনেতারা। এই ধারাবাহিকের প্রযোজনা করেছেন রানা সরকার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...