কোন রহস্যের টানে ‘ম্যাজিশিয়ান সুব্রত’ হয়ে উঠলেন ‘গোয়েন্দা সুব্রত’?

ব্যোমকেশ-ফেলুদা নিয়ে মজে থাকা বাঙালিকে গোয়েন্দা সুব্রত শর্মার সঙ্গে সাক্ষাৎ করিয়ে ছিলেন পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্ত। এই গোয়েন্দা চরিত্র নিয়ে তিনটি গল্পের বই লিখেছেন তিনি। সুব্রত শর্মা এবার বড় পর্দায়। অঞ্জন দত্তের পরিচালনায় মুক্তি পেয়েছে 'রিভলভার রহস্য' ছবিটি। সেই ছবিতেই দেখা মিলেছে নতুন এই গোয়েন্দার। সাধারণ গোয়েন্দাদের থেকে অনেকটাই আলাদা সুব্রত শর্মা। কারণ কোনও দিনই গোয়েন্দা হওয়ার স্বপ্ন ছিল না সুব্রতর। ম্যাজিক দেখাতেই বেশি পছন্দ করেন তিনি। কিন্তু না চাইতেই একটি ডিটেকটিভ এজেন্সিতে কাজ করতে হয় তাকে। আর সেখানে কাজ করতে গিয়েই ম্যাজিশিয়ান সুব্রত হয়ে যায় গোয়েন্দা সুব্রত।  কিন্তু রহস্য উদঘাটন করতে করতে গিয়ে কখনও প্রেমে পড়ছে আবার কখনও কেঁদে ভাসাচ্ছে সুব্রত। তাই তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে ডিটেকটিভ ড্যানি। এই ড্যান হল সুব্রতর অল্টার ইগো। যাকে শুধু সুব্রতই দেখতে পায়। গল্পের ড্যানি গোয়েন্দার সহায়তায় সত্যিই কি একজন গোয়েন্দা হয়ে উঠতে পারবে সুব্রত শর্মা। জানতে দেখে নিতে হবে 'রিভলভার রহস্য' ছবিটি।

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। এই ছবিতে গোয়েন্দা সুব্রতর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুপ্রভাত দাস। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে অঞ্জন দত্ত,  অভিনেত্রী তনুশ্রী দত্ত, শোয়েব কবীর, অভিজিৎ গুহ, কাঞ্চন মল্লিক, সুদীপা বসু, তনিকা বসুকে। শ্যাডো ফিল্মস প্রযোজিত এই ছবিটিতে পরিচালনার পাশাপাশি গানও গেয়েছেন অঞ্জন দত্ত। বাঙালির চেনা গোয়েন্দাদের কতটা আলাদা অঞ্জন দত্তের সুব্রত শর্মা। সেটা বলতে পারবে দর্শকরাই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...