বহুকাল ধরেই কুসংস্কার নামক একটি অসুখ দ্বারা সারা বিশ্ব আক্রান্ত। সমাজ থেকে কুসংস্কার মুছে ফেলতে লড়াই চালিয়েছে অনেকেই। এবার একটি ছবির মাধ্যমে এই লড়াইকে এগিয়ে নিয়ে গেলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'লক্ষ্মীছেলে'। যদিও এই প্রথম নয়, আগেও নিজের ছবির মধ্যে দিয়ে সমাজকে সচেতন করার বার্তা দিয়েছিলেন পরিচালক। তিনি এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়। ছবিতে তার চরিত্রের নাম আমির। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। আমির ও তার দুই বন্ধুর চরিত্রটিকে কেন্দ্র করেই গল্প এগোবে। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায় ছাড়াও বাকি কলাকুশলীরা।
ছবিতে উজান গঙ্গোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিকা পাল, ইন্দ্রাশীষ রায়, জয়দেব মুখোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, পূরব শীল আচার্য্য, মনশ্রী বিশ্বাস। গল্পে আমিরের দুই বন্ধু গায়েত্রী ও শিবনাথের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিকা ও পূরব। চিত্রনাট্য লিখেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির প্রযোজনা করেছে উইন্ডোজ প্রোডাকশন হাউজ।