ছোট্ট সৌমদীপ্ত 'হালুয়াম্যান'

স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান ছাড়াও রয়েছে কত সুপারহিরো। তবে এবার কলকাতাও পেয়ে গিয়েছে এক খুদে সুপারহিরোকে। যার নাম 'হালুয়াম্যান'। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ছবি 'হালুয়াম্যান'-এ দেখা যাবে এই খুদে সুপারহিরোকে। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে 'হালুয়াম্যান'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক সহ ছবির বাকি কলাকুশলীরা। শুধু মাত্র সুপারহিরো নয়, ছবিতে রয়েছে খুদে সুপার ভিলেনও। যার নাম 'দুষ্টুম্যান'। ছবির গল্প খুবই সাধারণ। ছবিতে 'হালুয়াম্যান' হল এক শিশু যে সুপার পাওয়ারের অধিকারী। 'হালুয়াম্যান'কে পরিবারের সদস্যরা ডাকে পটাশ বলে। আর পটাশ থেকে 'হালুয়াম্যান' হয়ে ওঠার পিছনে রয়েছে কী কাহিনি? তা জানতে দেখে নিতে হবে 'হালুয়াম্যান' ছবিটি।

ছবিতে 'হালুয়াম্যান'-এর চরিত্রে অভিনয় করেছেন শিশু অভিনেতা সৌমদীপ্ত সাহা। আর ভিলেন 'দুষ্টুম্যান'-এর চরিত্রে অভিনয় করেছেন বিলাস। হালুয়াম্যানের বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মিমি দত্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, দেবিকা মিত্র, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু মতো জনপ্রিয় অভিনেতাদের। ছবির গল্প ও সংলাপ লিখেছেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন অর্পিতা রায়চৌধুরী। মিউজিক দিয়েছেন স্যাভি। ছবির প্রযোজনা করেছে আর্টএজ প্রোডাকশন ও প্যান্ডিমোনিয়াম প্রোডাকশন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...