বাঙালির মহানায়ক উত্তম কুমার। যাঁকে ছাড়া ভাবা যায় না বাংলা সিনেমা বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা। তাঁর জীবনের অজানা গল্প সিনেমার পর্দায় দেখানোর চেষ্টা করেছেন পরিচালক অতনু বসু। ছবির নাম 'অচেনা উত্তম'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটি। ছবির মুখ্য চরিত্র অর্থাৎ মহানায়ক উত্তর কুমারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। আগেও টেলিভিশনের পর্দায় উত্তম কুমারের জীবন নিয়ে একটি ধারাবাহিক হয়েছিল। মহানায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এই ছবির গল্পে যে উত্তর কুমারকে দেখানো হয়েছে, তাঁকে হয়তো সিনেমায় পর্দায় কখনও দেখতে পাননি দর্শকরা। তাই এই ছবিতে অজানা মহানায়ককে পাবে দর্শক।
ছবির প্রিমিয়ারে উপস্থিত পরিচালক অতনু বসু তার ছবি সম্পর্কে জানিয়েছেন, "উত্তম কুমার বাঙালির মনের মানুষ, কাছের মানুষ। প্রথম ভারতীয় হিসেবে বার্লিন চলচ্চিত্র উৎসবে পা রেখেছিলেন তিনি। তাই মানুষটাকে আরও জানতে দেখতে হবে এই ছবিটি।"
ছবি শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সুচিত্রা সেনের ভূমিকায় ছবিতে দেখা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। সুপ্রিয়া দেবীর ভূমিকায় দেখা গিয়েছে সায়ন্তনী রায়চৌধুরীকে। অন্যদিকে বিশ্বনাথ বসু, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, অনিন্দ্য সরকার, উপালী চট্টোপাধ্যায় রয়েছেন এই ছবিতে।