দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর বহু চর্চিত ছবি 'প্রজাপতি'। এক দিকে যেমন দেব-মিঠুনের জুটি অন্যদিকে তেমন মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করের জুটি। বহু বছর পর আবার এই দুই জুটির দেখা মিলল এই ছবিতে। যেখানে 'রংবাজ' ছবিতে শেষ দেব আর মিঠুনকে দেখা গিয়েছিল সেখানে ৪৭ বছর আগে 'মৃগয়া' ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছিলেন নৃত্য শিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর। তাই ছবির পোস্টার লঞ্চের পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছিল এই ছবি নিয়ে। 'প্রজাপতি' হল এক বাবা ও তার ছেলের গল্প। যেখানে বাবা হলেন মিঠুন চক্রবর্তী ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন দেব। অন্যদিকে মমতা শঙ্কর ছবিতে মিঠুন চক্রবর্তীর বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে এই দুই বন্ধুর গল্পকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়াও বাবার-ছেলের একটা গভীর সম্পর্ককেও এই গল্পের মধ্যে দিয়ে দেখাতে চেয়েছেন পরিচালক অভিজিৎ সেন।
সম্প্রতি ছবির প্রিমিয়ার উপস্থিত হয়েছিলেন পরিচালক অভিজিৎ সেন, দেব সহ বাকি কলাকুশলীরা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি অভিনেতা দেব বলেছেন, যেভাবে দর্শকরা প্রশংসা করছে সত্যি আমরা খুব খুশি। তবে দশর্করাই নন। হল মালিকরাও বলেছেন যে ছবিটা ভাল চলছে। তাই অ্যাজ অ্যা প্রোডিউশান অ্যান্ড অ্যাক্টর এর চেয়ে ভাল আর কী হতে পারে।