স্বাস্থ্য রক্ষায় কলকাতাবাসীকে 'প্রানাথন' ম্যারাথনের বার্তা 'রান ফর গুড হেলথ'

'প্রানাথন'(Pranathon) ম্যারাথনের স্লোগান'রান ফর গুড হেলথ'। তাই শহরবাসীকে সুস্থ রাখার বার্তা দিতে এই ম্যারাথন আয়োজনের করেছিল 'এম সি কে এস প্রানিক হিলিং ট্রাস্ট' (MCKS Pranic Healing Trust-WB)। কলকাতার (The Stadel) 'দ্য স্টেডেল'-এ সকাল ৬টা থেকে শুরু হয়েছিল ম্যারাথন 'প্রানাথন'। সব বয়সের মহিলা ও পুরুষ প্রতিযোগিরাই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। এখানে কেউ পেশাদার ক্রীড়াবিদ নন, শুধু মাত্র সুস্থ থাকার ও অন্যদের সুস্থ থাকার বার্তা পৌঁছে দিতেই জন্য এই প্রতিযোগিতার অংশগ্রহণ করেছেন তারা। 'প্রানাথন'-এর প্রথম বছরেই কলকাতা ছাড়াও শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরে ম্যারাথনের আয়োজন করেছে 'এম সি কে এস প্রানিক হিলিং ট্রাস্ট'। আগামী বছরেরও একই রকম ভাবে এই ম্যারাথন হবে কলকাতা ও তার পাশ্ববর্তী জেলাগুলোতে।

এবছর 'প্রানাথন' ম্যারাথনের ৫ কিলোমিটার ক্যাটাগরিতে জয়ী হয়েছেন সোয়েব খান। এই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৈকত মন্ডল। প্রতিযোগীদের জন্য আরও দুটো বিভাগ ছিল। একটি হল ২ কিলোমিটার আর দ্বিতীয়টা হল ১০ কিলোমিটার। এছাড়াও জুম্বা ড্যান্সের একটি অনুষ্ঠান ছিল। প্রায় ১১০০ জনের বেশি মানুষ 'প্রানাথন' ম্যারাথনে সামিল হন এদিন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...