'প্রানাথন'(Pranathon) ম্যারাথনের স্লোগান'রান ফর গুড হেলথ'। তাই শহরবাসীকে সুস্থ রাখার বার্তা দিতে এই ম্যারাথন আয়োজনের করেছিল 'এম সি কে এস প্রানিক হিলিং ট্রাস্ট' (MCKS Pranic Healing Trust-WB)। কলকাতার (The Stadel) 'দ্য স্টেডেল'-এ সকাল ৬টা থেকে শুরু হয়েছিল ম্যারাথন 'প্রানাথন'। সব বয়সের মহিলা ও পুরুষ প্রতিযোগিরাই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। এখানে কেউ পেশাদার ক্রীড়াবিদ নন, শুধু মাত্র সুস্থ থাকার ও অন্যদের সুস্থ থাকার বার্তা পৌঁছে দিতেই জন্য এই প্রতিযোগিতার অংশগ্রহণ করেছেন তারা। 'প্রানাথন'-এর প্রথম বছরেই কলকাতা ছাড়াও শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরে ম্যারাথনের আয়োজন করেছে 'এম সি কে এস প্রানিক হিলিং ট্রাস্ট'। আগামী বছরেরও একই রকম ভাবে এই ম্যারাথন হবে কলকাতা ও তার পাশ্ববর্তী জেলাগুলোতে।
এবছর 'প্রানাথন' ম্যারাথনের ৫ কিলোমিটার ক্যাটাগরিতে জয়ী হয়েছেন সোয়েব খান। এই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সৈকত মন্ডল। প্রতিযোগীদের জন্য আরও দুটো বিভাগ ছিল। একটি হল ২ কিলোমিটার আর দ্বিতীয়টা হল ১০ কিলোমিটার। এছাড়াও জুম্বা ড্যান্সের একটি অনুষ্ঠান ছিল। প্রায় ১১০০ জনের বেশি মানুষ 'প্রানাথন' ম্যারাথনে সামিল হন এদিন।