প্রথমবার অরিন্দম শীলের ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবির নাম 'মায়াকুমারী'। বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট দিতে এই ছবি নির্মাণ করছেন পরিচালক। গল্পের মূল চরিত্র চল্লিশের দশকের জনপ্রিয় অভিনেত্রী 'মায়াকুমারী'। আর তার জীবনকেই সিনেমার পর্দায় তুলে ধরতে চান আজকের পরিচালকরা। 'মায়াকুমারী' ছবির গল্পে এটাই দেখানোর চেষ্টা করেছেন পরিচালক অরিন্দম শীল। সেই সময়ের খুব জনপ্রিয় ছিল মায়াকুমারী আর কাননকুমারের জুটি। ছবিতে এই কাননকুমার ও তার নাতির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। যদিও এই দুটি চরিত্রই সম্পূর্ণ কাল্পনিক চরিত্র। তবে এটি একটি মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে। তাই ছবির মিউজিকের দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। আর পোস্টার লঞ্চের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল ছাড়াও বাকি কলাকুশলীরা।
পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত পরিচালক অরিন্দম শীল বলেছেন, এই ছবিতে ইতিহাস বলা হয়নি। বরং ১০০ বছরের বাংলা সিনেমার প্রতি সকলের যে শ্রদ্ধা রয়েছে। সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। ছবির দুটো চরিত্রই সম্পূর্ণ কাল্পনিক। তবে চরিত্রগুলো সেই সময়ের হিট জুটি। কিন্তু হঠাৎ একদিন সিনেমা করা ছেড়ে দেয় মায়াকুমারী। কেন সে ছেড়ে দেয়? এই সব কিছুই রয়েছে ছবির গল্পে।