শ্যাম্পুর পর কেন শুষ্ক হয়ে যায় চুল?

শ্যাম্পুর পর কেন শুষ্ক হয়ে যায় চুল? চুল ধোয়ার পর কী ভাবে ভিজে চুলের যত্ন নেবেন? টিপস দিলেন কর্পোরেট প্রফেশনাল সূচনা মজুমদার।

পার্লার বা স্যালোতে হেয়ার করাতর পর চুল অনেক সময় ভীষণ শুষ্ক হয়ে যায়। বাড়িতে চুল ধোয়ার পরেও এই সমস্যা হয়। কিন্তু কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলি মেনে চললে এড়ানো যায় এই সমস্যা।

বাইরে ধূলো বালি দূষণে চুল যেমন ময়লা হয় তেমনি বাড়িতে রান্নার ধোঁয়া ধূলোয় নোংরা ও তৈলাক্ত হয়ে পড়ে। নিয়মিত শ্যাম্পু না করলে ধূলো ময়লায় চুলের স্বাস্থ্যহানি হয়। কিন্তু চুল ধোয়ার পর তার শুষ্ক ও ম্যাড়ম্যাড়ে ভাব হয়ে দাঁড়ায় চিন্তার কারণ।

চুলে শ্যাম্পু করার পর অবশ্যই ভাল করে চুল ধুতে হবে। কন্ডিশনার ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যাতে ফেনা না থাকে। তারপর চুল নরম এবং মোলায়েম করতে হালকা গরম জলে মেথির জল, আর বেকিং পাউডার মিশিয়ে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে চুলের শুষ্ক ভাব কমে।

বর্ষায় চুল বেশি শুষ্ক হয়। যাদের খুশকির সমস্যা আছে তারা হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারেন। তবে ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলা উচিত। ভিজে চুল না আঁচড়ে চুল অর্ধেক শুকিয়ে যাওয়ার পর আঁচড়ানো উচিত। সিরাম লাগিয়ে চুল আঁচড়ালে জট পড়ে কম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...