কলকাতায় শাড়ি মানেই 'আদি ঢাকেশ্বরী'

ভারতীয় তথা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ হল শাড়ি। পোশাকের চল যতই বাড়ুক না কেন বাঙালি নারীকে শাড়িতেই সবচেয়ে বেশি মানায়। ফ্যাশনের বদল ঘটলেও শাড়ি আজও নারীদের পছন্দসই পোশাকের স্থান ধরে রেখেছে। বদলে যাওয়া সময়ে দাঁড়িয়েও ঐতিহ্য আধুনিকতায় শাড়ি আজও কতটা মনের কাছাকাছি, তার সন্ধানেই জিয়ো বাংলার প্রতিনিধি চলে এসেছিল কলেজ স্ট্রিটের জনপ্রিয় 'আদি ঢাকেশ্বরী'তে। এক সময় ঢাকার শহরের ইসলামপুরে প্রথম শাড়ির ব্যবসা শুরু করেছিলেন আদি ঢাকেশ্বরীর বর্তমান কর্ণধার নিতাই সাহার পূর্ব পুরুষরা। আজও সেখানে রয়েছে আদি ঢাকেশ্বরীর শাখা। শুধু কলকাতা বা ঢাকা নয়, পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু শাখা রয়েছে তাদের। কলকাতার শহরের কলেজ স্ট্রিটে তাদের শাখায় প্রায় ৯০ জন কর্মচারী রয়েছে ক্রেতাদের সুবিধার জন্য।

বর্তমানে নিতাই সাহা কর্ণধার হিসেবে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলার ঐতিহ্যবাহী শাড়ির পাশাপাশি ট্রেন্ডি শাড়ির কালেকশনও এই প্রতিষ্ঠান শাড়িপ্রেমিদের কাছে নিজস্ব ঘরানা তৈরি করতে পেরেছেন। প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রাপথে সাফল্যের চাবিকাঠি ক্রেতাদের বিশ্বাস। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...