'ঠাম্মি' মানে আশকারা আর গল্প রাশি রাশি

প্রতিটি মানুষের জীবনে একরাশ আদরের স্মৃতি জমে থাকে ঠাম্মির সাথে। আর এই ঠাম্মিই আসতে চলেছে বাংলা নাট্যমঞ্চে। অশোকনগর প্রতিবিম্ব নাট্যদল প্রযোজিত ও পার্থসারথি রাহা নির্দেশিত নাটক 'ঠাম্মি'। এই নাটক নিয়ে কিছু কথা জিয়ো বাংলার সাথে ভাগ করে নিলেন স্বয়ং নির্দেশক। এই নাটকটি রাজ কাপুর নির্দেশিত শ্রী ৪২০-এর অনুপ্রেরণায় তৈরী একটি নাটক। তিনি এই নাটকটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেছেন স্কুল, কলেজর ছাত্রছাত্রীরা যারা কোনো দিনও নাটক দেখেনি বা যাদের নাটকের প্রতি কোনো আগ্রহ নেই তারা যেন 'ঠাম্মি' দেখেন। তাঁর স্থির বিশ্বাস ঠাম্মি দেখে তাদের নাটক দেখার অভ্যাস তৈরী হবে।

Facebook: https://www.facebook.com/JiyoBangla/ 

Twitter: https://twitter.com/JiyoBangla

Instagram: https://www.instagram.com/jiyobangla/

এটা শেয়ার করতে পারো

...

Loading...