পিঙ্ক আই কী?

ডাঃ স্বাতী আগরওয়াল বলেছেন, পিঙ্ক আই হল একধরনের কনজাংটিভাইটিস। আগে এটি শুধু মাত্র ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হতো। এখন এটা ব্যাকটেরিয়াল ও ভাইরাল কনজাংটিভাইটিসে পরিণত হয়েছে। গত দু'বছরে কোভিডের ফলেই এই ইনফেকশনটা অনেক বেড়ে গিয়েছে। এখন চোখের ইনফেকশন অনেক রোগীর মধ্যেই দেখা যায়। তবে পিঙ্ক আই অনেক কারণেই দেখা দিতে পারে। যেমন- চোখে ধুলো-ময়লা ঢুকে যাওয়ার ফলে, কেমিক্যাল ঢুকে যাওয়ার ফলে, চোখে মেকআপ ঢুকে যাওয়ার ফলে বা স্যানিটাইজার ঢুকে যাওয়ার ফলে পিঙ্ক আই হতে পারে। আজকাল অনেকেই কালার্ড কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। কিন্তু কালার্ড কনট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত নয়। সাধারণ কনট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত। দিনে ছয় থেকে আট ঘন্টার বেশি কনট্যাক্ট লেন্স ব্যবহার করা উচিত নয়। তবে যাদের ড্রাই আইয়ের সমস্যা রয়েছে তারা বেশিক্ষণ কনট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন না। ড্রাই আইয়ের সমস্যা থাকলে কনট্যাক্ট লেন্স ব্যবহার করার পর পিঙ্ক আই দেখা দিতে পারে।

অনেকের ধারণা যে কারুর যদি পিঙ্ক আই বা কনজাংটিভাইটিস হয় তাহলে তার দিকে অন্য জনেরও মধ্যেও এই রোগ সংক্রমিত হবে। কিন্তু এই ধারনাটা সম্পূর্ণ ভুল। যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তখনই সংক্রমণের সম্ভাবনা রয়েছে। পিঙ্ক আই দেখা দিলে অনেক সময় চোখে আলসার হয়ে যায়। এই সময় চোখে এক ধরনের ওষুধ ব্যবহার করতে হয়ে। কিন্তু আলসার না হলে অন্য ওষুধ ব্যবহার করতে হয়ে। তাই জন্যে এই রোগের ওষুধ দেওয়ার আগে চিকিৎসকরা মাইক্রস্কোপের মাধ্যমে দেখে নেন চোখে আলসার হয়েছে কী না।

কিন্তু যদি কারুর পিঙ্ক আইয়ের সংক্রমণ এড়িয়ে চলতে হয় তাহলে আক্রান্ত ব্যক্তির সামনে যাওয়ার আগে কোনও প্রোটেক্টিভ চশমা ব্যবহার করা উচিত। তবে এই সমস্যা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। না হলে চোখে আলসার দেখা দিতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...