প্যারালাইজড রোগীর (Paralyzed Patient) ফিজিওথেরাপি কখন শুরু করা উচিত? পক্ষাঘাত নিরাময়ে ফিজিওথেরাপি কীভাবে সাহায্য করে? এর দ্বারা কি সম্পূর্ণ নিরাময় সম্ভব? কোন কোন অসুখের ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয়? পরামর্শ দিলেন ফিজিওথেরাপিস্ট কমলিকা চৌধুরী।
হাইলাইটসঃ
১। কোন কোন অসুখের ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয়?
২। এর দ্বারা কি সম্পূর্ণ নিরাময় সম্ভব?
৩। প্যারালাইজড রোগীর ফিজিওথেরাপি কখন শুরু করা উচিত?
কোন কোন অসুখের ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন হয়?
অনেক অসুখের ক্ষেত্রেই মেডিসিন কোর্সের পরে ফিজিওথেরাপির প্রয়োজন হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল,
১। নিউরোটিক সমস্যা। যেমন, cerebral palsy
২। paralytic condition
৩। multiple sclerosis
৪। pain related issues
৫। sports injury
৬। ligament injury ইত্যাদি
এর দ্বারা কি সম্পূর্ণ নিরাময় সম্ভব?
ফিজিওথেরাপির মাধ্যমে প্যারালাইজড রোগীরা সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেনা। কিন্তু এই থেরাপি তাদের শরীরে রোগের প্রভাব কমাতে সাহায্য করে।
অর্থাৎ দীর্ঘদিন একই অবস্থায় থাকার কারণে একজন প্যারালাইজড রোগীর ক্ষেত্রে অচলঅবস্থা ও মানসিক অবসাদ তৈরি হয়। ফিজিওথেরাপি সেই সমস্যা সমাধান করে।
প্যারালাইজড রোগীর ফিজিওথেরাপি কখন শুরু করা উচিত?
প্যারালাইজড রোগীদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ফিজিওথেরাপি শুরু করা উচিত। বিশেষত, stroke survival রোগীদের ক্ষেত্রে এটি খুব জরুরি। প্যারালাইজড রোগীদের প্রায় ২৪ ঘন্টার মধ্যে ফিজিওথেরাপি নেওয়া উচিত।
তবে রোগীর শরীর অনুযায়ী এই থেরাপি শুরু করতে হবে।
প্যারালাইজড রোগীর পরিবারের সদস্যদের কী কী নিয়ম মেনে চলা উচিত?
১। রোগীর সুস্থতা নিয়ে আশাবাদী চিন্তা রাখতে হবে
২। ধৈর্য্য রাখতে হবে
৩। রোগীর প্রতি অবহেলা করা উচিত নয়
৪। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন
বয়ষ্ক প্যারালাইজড রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব?
হ্যাঁ, বয়ষ্ক প্যারালাইজড রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ। এর ফলে তারা সহজে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। তবে, রোগের প্রভাব অনুযায়ী রোগীর সুস্থতা নির্ভর করে।
ফিজিওথেরাপির কি কোন side effects রয়েছে?
না, ফিজিওথেরাপির কোন side effects নেই। তবে অবশ্যই এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।