Personality Development : পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর গ্রুমিং-এর মধ্যে তফাৎ কী?

পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর গ্রুমিং-এর মধ্যে তফাৎ কী? ব্যক্তিত্বে বদল আনার প্রাথমিক শর্ত কী? জীবনে বদল আনতে ব্যক্তিত্বে বদল আনা কতটা জরুরি? টিপস দিলেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনার জিয়া খান।

 

হাইলাইটসঃ
১। Personality develop করবেন কীভাবে?
২। Grooming -এর মাধ্যমে personality development কতটা সম্ভব?
৩। অহংকার কতটা ক্ষতিকারক?

 

Personality develop করবেন কীভাবে?

Personality development এবং grooming সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। Personality development -এর জন্য প্রয়োজন লক্ষ্যে স্থির থাকা।

১। সুস্থ জীবনযাপন করা জরুরি।
২। জীবনের লক্ষ্য স্থির করতে হবে।
৩। মেডিটেশন করতে হবে।
৪। সঠিক মেনটরের কাছে প্রশিক্ষণ নিতে হবে।

Grooming -এর মাধ্যমে personality development কতটা সম্ভব?

গ্রুমিং এর মাধ্যমে বাহ্যিকভাবে নিজের শরীর এবং অভ্যাস পরিবর্তন করা হয়। কিন্তু personality development সম্পূর্ণভাবে মানসিক লক্ষ্যের উপর নির্ভরশীল।

পজেটিভ চিন্তাভাবনার সাহায্যে নিজের পার্সোনালিটিকে গড়ে তুলতে হবে। যেকোনো কাজের ক্ষেত্রে নিজের ১০০ শতাংশ নিয়োগ করলে তবে সেই কাজে সাফল্য পাওয়া সম্ভব।

অহংকার কতটা ক্ষতিকারক?

Ego বা অহংকার মানুষের ক্ষতি করে। যে কোন সাফল্যের পর সেটাকে যদি নমনীয়ভাবে গ্রহণ করা না যায়, তবে সেটি অহংকারে পরিণত হয়। এই অহংকার বা ego -কে দমন করার জন্য প্রয়োজন সঠিক Personality।

কত দিনের মধ্যে Personality development -কে অভ্যাসে পরিণত করা সম্ভব?

Personality develop করার জন্য কমপক্ষে ৯০ দিন প্রয়োজন। এটিকে ধীরে ধীরে একটি অভ্যাসে পরিণত করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...