গরমে প্যাচি স্ক্যাল্প থেকে মুক্তির উপায়

গরমে প্যাচি স্ক্যাল্প থেকে মুক্তির সহজ উপায়

প্যাচি স্ক্যাল্প হলে কী করা উচিত অথবা এই সমস্যা দেখা দিলে ঘরোয়া উপায়ে কিভাবে চুলের যত্ন নেবেন? খুশকির সমস্যা থেকে মুক্তি সাথে স্ক্যাল্পের পরিচর্যার বিভিন্ন উপায় নিয়ে মূল্যবান টিপস দিলেন মডেল-অভিনেত্রী তানিশা দাশগুপ্ত। (Tanisha Dasgupta, Actress & Model)

গরমকালে সারাদিন অফিস আদালত, স্কুল-কলেজ নিয়ে দৌড়ঝাঁপের পর বাড়িতে এসে অনেকেরই মাথা চুলকাতে থাকে। মাথার ত্বক ভীষণভাবে প্যাচি অথবা অয়েলি হয়ে ওঠে। গরমকালে ঘেমে থাকার দরুন, প্যাচি স্ক্যাল্পের অসুবিধা অনেকসময় বুঝে উঠতে পারা যায় না। তানিশা জানান, প্যাচি স্ক্যাল্প দেখা দিলে ভীষণভাবে মাথা চুলকাবে, এবং সাধারণভাবে মাথায় জমা খুশকি স্ক্যাল্পেই আটকে থাকবে, অর্থাৎ ড্যানড্রফ চুল থেকে ঝরে পড়বে না। প্যাচি স্ক্যাল্প দেখা দিলে চুলও ভীষণভাবে পড়তে শুরু করে। মূলত গরকমকালে এই সমস্যার সম্মুখীন হতে হয়।

ত্বক নিয়ে আমরা অনেক বেশি সংবেদনশীল হলেও, সাধারণত চুলের স্বাস্থ্য নিয়ে আমরা বেশি ভাবি না। আর এই কারণেই আজকের দিনে ম্যাসিভ হেয়ারফলের সম্মুখীন অনেকেই। ঘরোয়া পদ্ধতিতে কেমন ভাবে প্যাচি স্ক্যাল্পের মোকাবিলা করা যাবে এই নিয়ে তানিশাকে প্রশ্ন করা হলে তিনি এলোভেরার কথা জানান। ভাল এলোভেরা জেল, বাজারে যা সহজেই উপলভ্য, তা মাথার স্ক্যাল্পে লাগানো যেতেই পারে। এলোভেরা জেল যেমন স্ক্যাল্প হাইড্রেট রাখে তেমনই চুলের গোড়াও ভাল রাখে। এছাড়াও লেবুর রস মাথার ত্বকের জন্য ভীষণভাবে উপকারী, যা খুশকি প্রতিরোধেও সাহায্য করে। অবশ্যই এই রেমেডিগুলি ব্যবহার করে ১০ মিনিট বাদে মাথা ধুয়ে ফেলতে হবে। সারাদিন ধরে কিন্তু এই প্যাকগুলি চুলে লাগিয়ে রাখা যাবে না।

প্যাচি স্ক্যাল্প মূলত ফাংগাল ইনফেকশনের কারণে হয়। তানিশা জানান, হেয়ার স্ক্রাবিং গরমকালের জন্য ভীষণভাবে দরকার। যে কোনও মাইল্ড শ্যাম্পু দিয়েই চুলের এই যত্ন করা যায়। গরমকালে মাথায় তেল দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, হালকা তেল মাথায় দেওয়া যেতেই পারে। তবে তা পরিমাণ এবং ত্বকের স্বাস্থ্য বুঝে ব্যবহার করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...