বাংলা সিনেমার দর্শকদের ভূতের ভয় দেখাতে পরিচালক প্রীতম সরকার নিয়ে 'সৎভূত অদ্ভুত'। ছবিতে ফিরছেন ভূতের রাজা। ভূতের রাজার ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। ছবিতে বিল্টু এবং রানা নামের দুই বন্ধুর গল্প দেখানো হয়েছে। পেশায় চোর ও টিকিট ব্ল্যাকার এই দুজন বন্ধু একদিন ধরা পড়ে যায়। তারপর তারা মনের দুঃখে বনে চলে যায়। কিন্তু সেখানেই ঘটে আসল চমক। তাদের দেখা হয়ে যায় ভূতের রাজার সঙ্গে। আর ভূতের রাজার সঙ্গে দেখা হতেই বদলে যায় তাদের জীবন। জীবনে নতুন পথে চলে গিয়ে বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয় তাদের। কিন্তু এই সব রোমাঞ্চ কর ঘটনার দেখা পেতে প্রেক্ষাগৃহে আসতে হবে 'সৎভূত অদ্ভুত' ছবিটি দেখতে।
ভূতের ভয়ের সঙ্গে ছবিতে রয়েছে নানা মজার ঘটনাও। সমাজের বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে এই ছবির। তবে ছবির মূল আকর্ষণ হলেন 'ভূতের রাজা' অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, পার্থ সারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী সহ আরও অনেকে। ছবির প্রযোজনা করেছেন অরিন্দম চৌধুরী।