দক্ষিণ কলিকাতায় থাকেন এক প্রবীণ দম্পতি শ্রীযুক্ত আশুতোষ বন্দ্যোপাধ্যায় আর তাঁর স্ত্রী উমা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বাড়িতে আছে আরও এক সদস্য, সব সময়ের সঙ্গী মাধব হালদার। আর্থিক যথেষ্ট স্বাচ্ছলতা থাকলেও এই প্রবীণ দম্পতির জীবন যেন অন্ধকারে ঢাকা। নিঃসঙ্গতার অন্ধকার দিন দিন কুরে খেতে থাকে তাঁদের। কিছুদিন আগেই আশুতোষবাবুর একমাত্র পুত্র শাশ্বত ও বৌমা মধুরিমা এক রিসেপ্শনে যাওয়ার পথে দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটে। সেই শোক আরও বেশি ঘিরে ধরে তাঁদের। একদিন দুজনে বেরিয়ে পড়েন চৈতন্যপুরে। সেখানে গিয়েই বদলে যায় এই প্রবীণ দম্পতির জীবন। নতুন করে বাঁচার মানে খুঁজে পান তাঁরা।
এই গল্পের আধারের নির্মিত হয়েছে রাজা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘পান্তুয়া’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তীকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রজতাভ দত্ত, সোমা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, নবাগতা আরাত্রিকা প্রমুখ অভিনেতা অভিনেত্রী।
ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রাজা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় এম তীর্থ। ছবিটি প্রযোজনায় আরা’স ভীশন ও মাত্রা প্রোডাকশন।