Oral Hygiene Tips: গর্ভাবস্থায় ওরাল হাইজিন কেন গুরুত্বপূর্ণ?

গর্ভাবস্থায় ওরাল হাইজিন কেন গুরুত্বপূর্ণ? গর্ভবতী মায়ের স্কেলিং, ফিলিং বা রুট ক্যানেল থেরাপির মতো ডেন্টাল ট্রিটমেন্ট কি নিরাপদ? মায়ের ওরাল হেলথ সংক্রান্ত সমস্যা শিশুর স্বাস্থ্যে কী প্রভাব ফেলে? গর্ভবতী মায়ের ওরাল হেলথ নিয়ে বিস্তারিত জানালেন পেরিওডনটিস্ট ডাঃ মণীষা মিশ্র (Dr Manisha Mishra, Periodontist)

 

হাইলাইটসঃ
১। গর্ভাবস্থায় ওরাল হাইজিন কেন গুরুত্বপূর্ণ?
২। গর্ভবতী মায়ের ডেন্টাল ট্রিটমেন্ট কি নিরাপদ?
৩। মায়ের ওরাল হেলথ সংক্রান্ত সমস্যা শিশুর স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?

 

গর্ভাবস্থায় ওরাল হাইজিন বজায় রাখা গুরুত্বপূর্ণ কেন?

গর্ভাবস্থাকে একজন নারীর জীবনে দ্বিতীয় জন্ম বলা হয়। এই সময় দেহে নানা হরমোন পরিবর্তিত হতে থাকে। সাধারণত মানুষের দেহে যে পরিমাণে হরমোনাল পরিবর্তন দেখা যায়, গর্ভাবস্থার সময় সেটি প্রায় চার শতাংশ বৃদ্ধি পায়। এই পরিবর্তন শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করে। এর মধ্যে রয়েছে ওরাল হেলথও। এই কারণে এই সময়ে, ওরাল হেলথ সুস্থ রাখা গুরুত্বপূর্ণ।

গর্ভাবস্থায় ওরাল হেলথ-এর কী কী সমস্যা দেখা দেয়?

এই সময় দাঁতের মাড়ি ফুলে যায়। মাড়িতে ব্যাথা অনুভব হয় ও ভারী মনে হয়। এর ফলে দাঁতের ব্যাকটেরিয়া লেভেল বৃদ্ধি পায়। ফলে যে কোন খাবার খাওয়ার সময় সেই ব্যাকটেরিয়া মুখ থেকে দেহে প্রবেশ করে। যেটি সন্তান ও মা উভয়ের পক্ষে ক্ষতিকারক।

এছাড়াও দাঁত ক্ষয়, মাড়িতে টিউমার, মর্নিং সিকনেস ইত্যাদি সমস্যা হতে পারে।

মায়ের ওরাল হেলথ সংক্রান্ত সমস্যা শিশুর স্বাস্থ্যে কী প্রভাব ফেলে?

না, গর্ভাবস্থায় এটি বাচ্চার স্বাস্থ্যকে প্রভাবিত না করলে, সেটি জন্মের পর বাচ্চাকে প্রভাবিত করেনা।

গর্ভবতী মায়ের স্কেলিং, ফিলিং বা রুট ক্যানেল থেরাপির মতো ডেন্টাল ট্রিটমেন্ট কি নিরাপদ?

গর্ভাবস্থায় ফিলিং, ক্লিনিং বা চেকআপ -এই চিকিৎসাগুলো করা নিরাপদ। কিন্তু খুব সমস্যার সম্মুখীন না হলে স্কেলিং ও রুট ক্যানেল করার প্রয়োজন নেই।

গর্ভাবস্থায় নারীরা নিজেদের ডেনটাল হেলথ বজায় রাখবেন কীভাবে?

১। নিয়ম করে ডেন্টাল চেকআপ করান।
২। ফ্লোরাইড বেসড মাজন ব্যবহার করুন।
৩। দিনে ২ বার ব্রাশ করুন।
৪। দাঁতের যত্ন নিন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...