Oral Habits: দাঁতের ক্ষয়ের প্রাথমিক লক্ষণগুলো কী?

দাঁতের ক্ষয়ের প্রাথমিক লক্ষণগুলো কী? কী কী কারণে এই সমস্যা হয়? দাঁতের ক্ষয় রোধ করতে কী করবেন? পরামর্শ দিলেন অর্থোডোনটিস্ট ডাঃ চম্পক পাল।

 

হাইলাইটসঃ
১। দাঁত ক্ষয়ে যায় কীভাবে?
২। দাঁতের ক্ষয়ের প্রাথমিক লক্ষণগুলো কী?
৩। দাঁতের ক্ষয় রোধ করতে কী করবেন?

 

দাঁত ক্ষয়ে যায় কীভাবে?

দাঁত ক্ষয়ে যাওয়ার কারণ মূলত দুটি ভাগে বিভক্ত।

প্রথমটি হল Infective Origin এবং Bacterial Infection। দ্বিতীয়টি Traumatic Origin। অর্থাৎ সঠিকভাবে দাঁতের পরিচর্যা না করা এবং মানসিক কারণে দাঁতের ক্ষতি।

দাঁতের ক্ষয়ের প্রাথমিক লক্ষণগুলো কী?

এই ক্ষয়ের লক্ষণগুলি হল –
১। দাঁত শিরশির করবে
২। অসহ্য যন্ত্রণা হতে পারে
৩। মাথা যন্ত্রণা হতে পারে

দাঁত ক্ষয়ে গেলে কী কী সমস্যা দেখা যায়?

১। জল খাওয়ার সময় দাঁত শিরশির করবে
২। মিষ্টি খাওয়ার সময় দাঁত শিরশির করবে
৩। দীর্ঘদিন ধরে এই সমস্যা অবহেলা করলে, সেটি শরীরের পক্ষে ক্ষতিকর

দাঁতের ক্ষয় রোধ করতে কী করবেন?

১। দিনে দুইবেলা দাঁত মাজুন
২। রাতের সময় দাঁত মাজতে ভুলবেন না
৩। প্রতি তিনমাস ছাড়া দাঁতের চেকআপ করুন
৪। দাঁতে কোনওরকম সমস্যা হলে, সেই প্রাথমিক উপসর্গগুলি অবহেলা করবেন না
৫। সমস্যা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন

এটা শেয়ার করতে পারো

...

Loading...