গোয়ায় বেড়াতে যায় চারবন্ধু। স্কুল জীবন থেকেই একের পর এক ঘটনা ঘটিয়েছে তারা। তিতাস, রণিতা, বর্ষা ও হৈ। পরিচালক জয়দীপ বন্দোপাধ্যায়ের 'অলক্ষ্মীজ ইন গোয়া' ওয়েব সিরিজে দেখা গিয়েছে এই চার বন্ধুকে। গল্পের চার অলক্ষ্মীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল গোয়া ট্রিপ। কিন্তু একবারও সেই প্ল্যান সফল হয়নি। শেষ পর্যন্ত হঠাৎই সত্যি হয়ে যায় স্বপ্ন। তারা গোয়া যায়। সেইখানেই যত কান্ড! বেড়াতে গিয়ে খুনের ঘটনায় তাদের নাম জড়িয়ে যায়। আর সেই নিয়েই এই গল্প। কিন্তু সত্যি কী তারা এই সমস্যার সমাধান করতে পারবে? সেটা জানার জন্য দেখতে হবে এই ওয়েব সিরিজটি। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটি। মুক্তির পর অনুষ্ঠিত হল সিরিজের প্রিমিয়ার। উপস্থিত ছিলেন পরিচালক ও কলাকুশলীরা।
এই সিরিজ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া কেমন? সেই বিষয়ে পরিচালক বলেন তিনি মনে করছেন যে তিনি পাশ করে গিয়েছেন। "