'শৌনভিক'-এর সরস্বতী বন্দনায় উঠে এসেছে ওড়িশার 'মেধা নৃত্যকলা'র নাম

বাগদেবীর আরাধনায় শিল্পচর্চা অঙ্গ। তুলি-কলম-শিল্পকলা উদযাপনের এক বিশেষ তিথি বসন্ত পঞ্চমী।  বাণীবন্দনার ২৭তম বর্ষে ওড়িশার প্রাচীন শিল্পকলাকে তুলে ধরেছে 'শৌনভিক'। প্রায় ১২০০ শতাব্দি থেকে মেধা নৃত্যকলার প্রচলন ছিল ওড়িশায়। সেই সময় সাধারণের সামনেই এই নৃত্যকলার প্রদর্শন হত। প্রাচীন কালে ওড়িশায় শাহী যাত্রা নামক একটি উৎসবে এই নৃত্যকলার প্রদর্শিত হত। যে নৃত্যশিল্পীরা এই নাচ প্রদর্শন করতেন তাদের একটি মুখোশ পরার একটা চল রয়েছে। তবে এই মুখোশ মুখের বদলে বুকে পরা হত। এমনি ছিল এই নাচের সজ্জা। 'শৌনভিক'-এর উদ্যোগে এবছর মেধার সাজে সজ্জিত হয়েছেন স্বয়ং মেধা দেবী মা সরস্বতী। জিয়ো বাংলার প্রতিনিধিকে তাদের এই পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন 'শৌনভিক' সৌভিক মজুমদার ও শৌনক মজুমদার।

তাঁরা জানিয়েছেন, "এবছর ২৭তম বর্ষে 'শৌনভিক' এমন একটা শিল্পকলাকে তুলে ধরেছে যা প্রাচীনকাল ধরে ওড়িশার বুকে প্রচলিত ছিল। না জানা ও না দেখা কিছু মানুষের সৃষ্টি এই শিল্পকলাকে সকলকে দেখানোর চেষ্টা তাঁদের। বিগত ২৭ বছর ধরে তারা চেষ্টা করেছেন শিল্পকৃতির মাধ্যমে নতুনত্ব কিছু করার। মাতৃ প্রতিমাটি বানিয়েছে কৃষ্ণনগরের পল্লব ভৌমিক ও সহায়ক হিসেবে তাকে সাহায্য করেছেন সৌরভ ঘোষ। তাদের দুজনের সাহায্য ছাড়া 'শৌনভিক'-এর এবছরের নিবেদন সম্পূর্ণতা পেত না।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...