বাড়িতেই করুন নেল আর্ট ডিজাইন

বাঙালির পুজো মানেই খাওয়া দাওয়া, সাজগোজ। এবছর পুজোর ট্রেন্ড নেল আর্ট। বিভিন্ন স্টাইল এবং প্যাটার্নের নেল আর্ট রয়েছে। নেল আর্ট করবার পর মেনে চলতে হয়ে কিছু নিয়ম। না হলে উঠে যেতে পারে নেল আর্ট। নেল আর্ট করবার পদ্ধতি ও নেল আর্ট মেইনটেইন করার নিয়ম জানালেন নেল আর্টিস্ট মুসকান জয়ওসয়াল।

নেল আর্টিস্ট মুসকান জয়ওসয়াল (Muskan Jaiswal) বলেছেন, এখন নেল আর্টের ট্রেন্ড চলছে কিন্তু নেল আর্ট মেইনটেইন করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন- নেল এক্সটেনশন করলে গরম জলে হাত ধোয়া যাবে, নখে কিউটিকাল ওয়েল ব্যবহার করতে হবে, নজর রাখতে হবে কোনও কাজ করবার সময় যাতে নখের কালার না উঠে না যায়। অনেক সময় নেলের উপরের অংশে বেশি জোরে আঘাত লাগলে নেল এক্সটেনশন উঠে যেতে পারে। যদিও এমন ঘটনা ঘটার সম্ভবনা খুব কম। ব্লুমিং আর্ট, থ্রিডি আর্ট, অম্রে আর্ট এবছর পুজোর ট্রেন্ডে ইন থিং।

অম্রে আর্ট করার পদ্ধতি 

প্রথমে নখে একটা বেস কালার ব্যবহার করে নিতে হবে। তারপর পিঙ্ক কালারের কোটিং ব্যবহার করতে হবে। তারপর নিওন গ্ৰিন কালার লাগাতে হবে। অরেঞ্জ কালার ব্যবহার করতে হবে তার উপর। কিন্তু প্রত্যেকবার কালার ব্যবহার করার পর শুকনো হওয়ার জন্য ৬০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর আবার নতুন কোটিং লাগাতে হবে। এই তিনটি কালারে কোটিং তিন বার ব্যবহার করার পর ম্যাট কালার লাগিয়ে নিতে হবে। তারপর গ্লসি টপ কোট ব্যবহার করতে হবে। এবার সুগার আর্ট করার জন্য সুগার ডাস্ট লাগিয়ে নিতে হবে। শুকিয়ে যাওয়ার পর কিউটিকাল ওয়েল ব্যবহার করতে হবে।

প্রায় ২০ দিন এই কালারটা থাকবে। তারপর রিফিলিং করাতে হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...