প্রথম থিম পুজো

যেমন রাখে পুষে ঝিনু খোলসের আবরণে মুক্তার সুখ নিজের নিয়মে যে সমাজ গড়ে ওঠে, তার সাথে মিশে থাকে সৌন্দর্য, সৌহার্দ্র্য, পাশাপাশি থাকে কলুষতাও, ধারণ করতে হয় সব কিছুই । আর এই ধারণ করার সরচেয়ে বড় কাণ্ডারি নারী জাতি। ৪৮তম বর্ষে এই ভাবনাকে কেন্দ্র করেই গড়ে উঠছে বেহালা বক্সি বাগানের পূজা মন্ডপ। জিয়ো বাংলার শারদ সম্মানে এসে, সঞ্চালক মনীষার সথে  পুজো নিয়ে নানা অজানা কথা ভাগ করে নিলেন , পুজো কমিটির সদস্য সপ্তর্ষী ঘোষ, শোভন দাস এবং শিল্পী অসীম কুণ্ড। দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে সাবেকি পুজো এই প্রথমবার থিম পুজোর উদ্যোগ নেন পুজো কমিটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...