নেতাজির প্ৰিয় তেলেভাজার স্বাদ নিতে আসতেই হবে উত্তরের 'লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স'-এ

কলকাতার অলিগলিতে ছড়িয়ে রয়েছে নান খাবারের নানা দোকান। তাদের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গল্পও। একশো বছরের পুরনো এমনি এক দোকানে এক সময় তেলেভাজা খেতে আসতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতার বিখ্যাত এই দোকানের নাম হল 'লক্ষ্মীনারায়ণ অ্যান্ড সন্স'। স্বাধীনতার পূর্বে লক্ষ্মীনারায়ণ-এর তেলেভাজার স্বাদ নিতে আসতেন স্বদেশী আন্দোলনের নেতারা। তবে নেতাজির সঙ্গে দেখা হওয়ার পর খুশি হয়েছিলেন দোকানের প্রতিষ্ঠাতা খেদু সাউ। তাই প্রতিবছর নেতাজির জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারির দিন সকলে চপ ও তেলেভাজা খাওয়ান তিনি। আজও কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে নেতাজির প্রিয় খাবার দোকান ''লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স'। তাই তেলেভাজা মানেই 'লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স'

নেতাজি জয়ন্তীর আগে জিয়ো বাংলার প্রতিনিধি সঙ্গে অভিনেত্রী দেবারতি পালকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন একশো বছর পুরনো এই দোকানে। সেখানে নানা ধরনের চপ ও তেলেভাজা চেখে দেখার পাশাপাশি জমিয়ে আড্ডা দিলেন তাঁরা। সেই ভিডিয়ো দেখে নিন জিয়ো বাংলার পেজে ও ইউটিউব চ্যানেলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...