নেতাজি স্মারক অধিবাসীবৃন্দ

দক্ষিন কলকাতার টালিগঞ্জ এলাকার শ্রেষ্ঠ পুজো হল নেতাজী স্মারক আঞ্চলিক অধিবাসীবৃন্দ।৪১ বছর ধরে সাবেকিয়ানার হাত ধরেই এগিয়ে চলেছে তাদের পুজো।মাঝে বেশ কয়েক বছর থিমের পুজো করলেও পাড়ার লোকেদের অসুবিধার কথা ভেবে সাবেকিয়ানাতেই ফিরে গেছেন তারা।জিয়ো বাংলা শারদস ম্মান উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট শ্রী শ্যামল বৈরাগি, ক্লাব সেক্রেটারী সমিত সরকার ও ক্যাশিয়ার দেবু দে।গল্পে আড্ডায় সঞ্চালি কামনীষারকে জানান তাদের এবারের পুজোর বিষয়।প্রতিমা থেকে শুরু করে আলোক সজ্জা সবকিছুতেই থাকছে চমক।তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল পুজোর চারদিনই ক্লাব কর্তৃপক্ষোর তরফ থেকে মহাভোজের আয়োজন করা হয়।তাছাড়াও দর্শনার্থীদের সুবিধার্থে ওই চারদিন মন্ডপ প্রাঙ্গনে থাকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র।তাছাড়াও ক্ষুদে দর্শনার্থীদের জন্য থাকছে মেলা।বাদ পড়েননিন বয়স্করাও।ঠাকুর দেখতে আসে সকল প্রবীন নাগরিরদের জন্য থাকবে বিশেষ প্রতীক্ষালয়।কবিসুভাষগামী যেকোনো মেট্রো করে স্টেশন মহানায় কউত্তম কুমার, সেখান থেকে বেহালা চৌরাস্তাগামী অটোতে উঠে পৌছে যেতে পারেন নেতাজী স্মারক আঞ্চলিক অধিবাসী বৃন্দর পূজামন্ডপে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...