মানবজীবনে সর্বনাশা প্লাস্টিকের প্রভাব নিয়ে এবছর নয়াবাদ জনকল্যান সংঘের এক নতুন প্রয়াস| আর সেই নিয়েই কথা বলতে পুজোর গল্প শোনাতে সঞ্চালিকা অরনীর সাথে জিয়ো বাংলার ষ্টুডিওতে উপস্থিত ছিলেন এই পুজো কমিটির প্রতিনিধিত্বকারী তিনজন সদস্য তুষার মন্ডল, অমিত সর্দার ও রাহুল মন্ডল| তাদের এই পুজো এবছর ৪৩ বছরে পদার্পণ করলো| তারা এক নতুন প্রজন্ম, যারা সদ্য এই পুজোর দায়িত্ব নিয়েছেন | গত তিনবছর ধরে তারা থিমের পুজো করে আসছেন| আর এবছর প্লাস্টিক কিভাবে মানবজীবনে সর্বনাশ ডেকে আনছে, কিভাবে পরিবেশ দূষণ ঘটাচ্ছে তাই তারা তাদের মন্ডপে তুলে ধরতে চলেছেন, যার প্রকাশ ঘটবে শিল্পীর হাতে, তাদের থিমের সাথে সামঞ্জস্য রেখেই তৈরী হচ্ছে প্রতিমা, প্রতিমাশিল্পী বাপি হালদার| এই পুজোর উদ্বোধন হতে চলেছে ষষ্ঠীর দিন| এই পুজো মন্ডপে যেতে হলে সোনারপুর স্টেশন থেকে অদূরেই গঙ্গাজোড়ার কাছে গেলে আপনি পৌঁছাতে পারবেন এই পুজো মন্ডপে