অচেনা মূর্তি

তিথি অনুযায়ী দেবীপক্ষের সূচনা হয় মহালয়া থেকে। কিন্তু উৎসব মুখর বাঙালির হাতে গোনা এই কয়েকটা দিনে মন ভরে না। তাই প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই। জিয়ো বাংলার স্টুডিওতেও বেশকিছুদিন ধরেই চলছে জমিয়ে আড্ডা। বিভিন্ন পুজো কমিটির সদস্যরা এসে ভাগ করে নিচ্ছেন তাদের পুজো প্রস্তুতির কথা। জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিলেন বেহালার নন্দনা যুব সংঘের সদস্য ইন্দ্রনীল ব্যানার্জী,  দীপা দে, এবং শিল্পী দীপাঞ্জণ দে। ৬২তম বর্ষে তাদের এবারোর থিম জিওন কাঠি, আর্থাৎ মাদুলি।কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। বিশ্বাস আর বিজ্ঞান, মানব জীবনে এই দুয়েরই উজ্জ্বল উপস্থীতি। এখানে মা ত্রিশুল হাতে আমাদের সুরক্ষা প্রদান করছে না, বরং মাদুলী হাতে আমাদের সুরক্ষা প্রদান করছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...