বাড়িতে নেল আর্ট করার সহজ উপায় কী?

রঙিন নখ। রঙিন মন। ফ্যাশন দুনিয়ার নওয়া ট্রেন্ড এখন সেই কথাই বলছে।

নেল আর্ট আ মেয়েদের ফ্যাশন দুনিয়ায় খুব জনপ্রিয় এই আর্ট। নখের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের রং দিয়ে এক্সপেরিমেন্ট করা হয় নখের উপর। এই ধরনের আর্টকেই নেল আর্ট বলে। প্রায় সব বয়সের মেয়েদের মধ্যেই এই নেল আর্টের চল আছে। কিন্তু এই নেল আর্ট করার কিছু পদ্ধতি আছে। তাছাড়াও নেল আর্ট করলে কী ক্ষতি হতে পারে নখের?

এই বিষয়ে নিয়ে বিশদে জানিয়েছেন নেল আর্টিস্ট আর্য ধাওয়ান।

নেল আর্টিস্ট আর্য ধাওয়ানের জ্জ নেল আর্ট করার পর নখ অনেক সময় ভেঙে যায়। এই সমস্যার সমাধানের জন্য জেলিং করতে হবে। তাহলে নখ অনেক মজবুত হয়ে। আর নেল আর্ট করলে গরম জলের ব্যবহার করতে হবে। না নেল ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তবে কিউটিকাল ওয়েল লাগালে নখের কমবে।

 বাওটিন যুক্ত খাবার খেতে পারলে নখশ্বঊৃও ভালো থাকবে। তবে ঘরে বসেই নেল পলিশ দিয়ে নেল আর্ট করতে পারেন। এর জন্য একটি টুথপিক লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ নেল পলিশ বেশি দিন থাকে না। মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই নেলপলিশ উঠে যায়। তবে জেল পলিশ দিয়ে নেল আর্ট করলে তা অন্তত তিন থাকবে। তবে বাড়িতে বসেই নখ ভালো রাখতে হলে ফাইলিং করতে হবে। এছাড়াও কিউটিকাল পরিষ্কার রাখতে হবে।

তবে পার্ললারে‌ গিয়ে নেল আর্ট করলে প্রথমে ড্রিল মেশিন দিয়ে নখের উপরের অংশ ও কিউটিকাল পরিষ্কার করতে হবে।  তারপর নখের সঙ্গে যুক্ত করতে হবে নেল টেপ। সেই টেপটি দরকার মতো সাইজ করে নিতে হবে। এরপর নেল টেপের উপর জেল লাগিয়ে নিতে হবে। এবার ইচ্ছা অনুযায়ী নেল টেপের উপর রং করে নিলেই নেল আর্ট তৈরি হয়ে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...