Nail Art: পুজোর মরসুমে বাড়িতে নেল আর্ট কী ভাবে করবেন?

বাড়িতে নেল আর্ট কী ভাবে করবেন? নেল আর্ট ডিজাইনের লেটেস্ট ট্রেন্ড কী? নেল আর্ট করার পর পরিচর্যা করবেন কী ভাবে? প্রতিদিন নথের যত্ন নেবেন কী ভাবে? টিপস দিলেন আর্টিস্ট বিমল সাউ (Vimal shaw, Entrepreneur)

 

হাইলাইটসঃ
১। বাড়িতে নেল আর্ট কী ভাবে করবেন?
২। নেল আর্ট করার পর পরিচর্যা করবেন কী ভাবে?
৩। প্রতিদিন নথের যত্ন নেবেন কী ভাবে?

বাড়িতে নেল আর্টের জন্য প্রয়োজনীয় জিনিসঃ
১। জেল পলিশ
২। UV লাইটস
৩। স্টিকার
৪। স্টোন
৫। স্পঞ্জ
৬। নেলপলিস ব্রাশ
৭। ট্যাপ অন নেল

নেল আর্ট কতদিন স্থায়ী হয়?
নেল আর্ট করাবার পর ২১ দিন অবধি ডিজাইন সঠিক থাকে। তারপর নখের রিফিল করতে হয়। কারণ এরপর থেকেই নখ ভাঙতে শুরু করে। তাই রিফিল না করান হলে নখে জল বা খাবার ঢুকে সেখানে ফাংগাস ইনফেকশন হবে।

নেল আর্টের ফলে ন্যাচেরাল নখ কী খারাপ হওয়ার সম্ভবনা থাকে?
না, সঠিকভাবে নখের যত্ন নিলে নখ সহজে খারাপ হবেনা। কিন্তু নেইল আর্ট করানোর ২১ দিন পর সেটা রিফিল বা ঠিক করতে হবে। এটি সঠিকভাবে বজায় রাখলে নখের ক্ষতি হবেনা।

রিফিলের ক্ষেত্রে নেল আর্ট করানোর পরে ৩ মাস ধরে এটি করা যাবে, তারপর সেটা রিমুভ করে নতুন করে নেল আর্ট করা হবে।

দর্শকদের প্রশ্ন:

বাড়িতে কীভাবে নখের যত্ন নেওয়া যায়?
নখের যত্ন নেওয়ার জন্য প্রথমত নখ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ম্যানিকিওর করা খুব জরুরি নখ ভালো রাখার জন্য। কিউটিক্যাল অয়েল আমাদের নখ খুব ভালো রাখে। এছাড়াও নেল এক্সটেনশন করানোর পরে খাবার খাওয়ার জন্য নখের রঙ ফিকে হয়ে আসে। সেক্ষেত্রে নেইল রিমুভার ব্যবহার করলে নখের রঙ ঠিক থাকবে।

নেল আর্টের পর তা কীভাবে পরিচর্যা করা যায়?
নুন জল ও সাবান জল নেল আর্টের নষ্ট করে দেয়, তাই তার থেকে দূরে থাকতে হবে। এছাড়াও নখের জৌলুস বজায় রাখার জন্য টপ কোর্ট ব্যবহার করা যেতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...