সম্প্রতিকালে বহু ঘটনাই ফ্যাশন বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি করেছে মানুষের মনে। কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা বা কেরিয়ার গড়ে তোলার লড়াই বেশ কঠিন। ফ্যাশন দুনিয়ার চড়াই-উৎরাই সম্পর্কে জানালেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার,গ্ৰুমার ও কোরিওগ্রাফার জ্যাক অনিকেত রায়।
ফ্যাশন ইনফ্লুয়েন্সার,গ্ৰুমার ও কোরিওগ্রাফার জ্যাক অনিকেত রায় বলেছেন, সকলেই ভাবেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ভালো লুকস থাকলেই যথেষ্ট। কিন্তু এমনটা ঠিক নয়, এর জন্য অধ্যাবসায় দরকার। ডেডিকেশন দরকার। মডেলিং বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করা খুব সহজ নয়। এখানে যারা কাজ করেন তাদের প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। কিছু মানুষের ধারণা এই ইন্ডাস্ট্রিতে মেয়েরা খুব সহজেই কাজ পেয়ে যান। কিন্তু এই ধারনাটা সম্পূর্ণ ঠিক নয়। যদি কেউ প্রথমবার কাজ পেয়েও যান, পরে কাজ পাবে কী না সেটা তার প্রতিভার উপর নির্ভর করছে। আর ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কোন একটা বিষয় নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না। এখানে সাফল্য অর্জন করতে হলে চারটে মন্ত্র মেনে চলতে হবে। যেগুলি হল -১. কনফিডেন্স, ২. ডেডিকেশন, ৩. পারসিভারেন্স, ৪. ডিসিপ্লিন। এছাড়াও সব সময় এমন পোশাকই পরতে হবে যা নিজের জন্য কমফোর্টেবল।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভাল কাজের সুযোগ পেতে হলে আগে নিজের ফেস ভ্যালু তৈরি করতে হবে। শুধুমাত্র ভালো দেখতে হলেই হবে না। নিজেকে সঠিক ভাবে গ্ৰুম করতে হবে। পাবলিক রিলেশন মেইনটেইন করতে হবে। নিজেকে আপটুডেট করতে হবে। ইন্ডাস্ট্রিতে ভালো মডেল বা অ্যাক্টর হতে পারলো না বলে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে না। ডেডিকেশন রাখতে আর অপেক্ষা করতে হবে এক না এক সময় সে ভালো কাজ পাবেই। এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে হলে ছেলেদের মতো মেয়েদেরও বডি মেইনটেইন করতে হবে। পোশাকের সঙ্গে ম্যাচিং জুতো পরতে হবে। ছেলেদের ঠিকঠাক হেয়ার স্টাইলটাও দরকার