সারারাত গাড়ি করে মুম্বইয়ের পথে পথে ঘুরে বেরিয়েছিলেন 'মুসাফির হুঁ ইয়ারো' গানটির সুর কেমন হবে সেই অনুভূতি নিজের ভিতর গেঁথে নেওয়ার জন্য। তারপর গানটি যখন তৈরী হয়ে এল, দেখা গেল গানের সুরে রয়েছে সম্পূর্ণ আলাদা প্যাটার্নের রিদম। সারা গান জুড়ে ছিল অদ্ভুত এক মায়া। মুসাফিরের মায়া। একটা গান কীভাবে তৈরী হবে, কোন জায়গায় ব্যবহার হবে কতটা আবেগ, মিউজিক ইন্সট্রুমেন্ট-এর অনন্য ব্যবহার –সবেতেই তিনি ছিলেন ‘মায়েস্ত্রো’। ৭০ এর দশকের বাংলা-হিন্দি মিউজিকের ‘ম্যাজিশিয়ান’ ছিলেন তিনি। ‘ক্যায়া হুয়া তেরা ওয়াদা’, ‘সানাম তেরি কাসাম’, তুম আ গায়ে হো’, ‘মনে পড়ে রুবি রায়’, ‘ফিরে এলাম দূরে গিয়ে’, রোজ রোজ আঁখো তলে’, ‘চুরা লিয়া হে তুমনে জো দিলকো’, ‘চাঁদ মেরা দিল, চাঁদনি হো তুম’, ‘হারে কৃষ্ণা হারে রাম’ –গানের জগতে একের পর এক মাইলস্টোন রেখে গিয়েছেন তিনি। বলিউডের সর্বকালীন শ্রেষ্ঠ সুরকারদের মধ্যে তিনি অন্যতম ব্যক্তিত্ব। কলকাতা তথা বাংলা ছিল তাঁর শিকড়। তাঁকে নিয়ে, তাঁর গান নিয়ে কথা শুরু করা যায়, শেষ করাটা কঠিন। তিনি সকলের প্রিয় ‘পঞ্চম দা’...... ‘আর ডি’। ২৭ জুন ‘মিউজিক লেজেন্ড’ রাহুল দেব বর্মনের ৮০ তম জন্মদিনে ‘জিয়ো বাংলা’র পক্ষ থেকে রইল এই শ্রদ্ধাঞ্জলী।