নারীদের আত্মবিশ্বাস বাড়াতে অভিনব উদ্যোগ 'মুদ্রা ডান্স অ্যান্ড যোগা অ্যাকাডেমি'র

নারীদের আত্মবিশ্বাস বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে 'মুদ্রা ডান্স অ্যান্ড যোগা অ্যাকাডেমি'। এই ডান্স গ্ৰুপের সদস্যদের মধ্যে অনেকেই কোভিড পরিস্থিতির সময় নিজের আপনজনদের হারিয়েছেন, ক্যান্সার আক্রান্ত বহু মানুষও রয়েছেন এই গ্ৰুপে। এছাড়া বহু শিশুরাও এই গ্ৰুপে রয়েছেন। তারা প্রত্যেকেই আগে কখনও নাচ শেখেননি‌। ২০২০ সাল থেকে পথচলা শুরু হয়েছে 'মুদ্রা ডান্স অ্যান্ড যোগা অ্যাকাডেমি'র। তবে দুই বছর করোনা পরিস্থিতির জন্যে নৃত্য পরিবেশনা করতে পারেননি তারা। কিন্তু চলতি বছরে জ্ঞান মঞ্চে প্রথমবার নৃত্য পরিবেশনা করতে চলেছেন তারা। আর সেই নৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে সকল দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন 'মুদ্রা ডান্স অ্যান্ড যোগা অ্যাকাডেমি'র কর্ণধার ইমন গুপ্ত।

ইমন গুপ্ত নিজেও একজন নৃত্যশিল্পী। গুরু সঞ্চিতা ভট্টাচার্য ও তনুশ্রী শঙ্করের কাছ থেকে নাচ শিখেছেন তিনি। তাঁরাই তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকার। যারা জীবন যুদ্ধে ক্লান্ত বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, সেইসব মানুষদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে 'মুদ্রা ডান্স অ্যান্ড যোগা অ্যাকাডেমি'। এতদিন শুধু মাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের বিভিন্ন নাচের ভিডিয়ো দেখেছে দর্শকরা। কিন্তু অতিমারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর তাদের তরফে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে চার থেকে চল্লিশ প্রায় সব বয়সের নারীরাই অংশগ্রহণ করবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...