মায়াকুমারীর জীবনের ছবি 'মায়াকুমারী'

সিনেমা জগতের দুই জনপ্রিয় মানুষের জীবন কাহিনীকে কীভাবে বড় পর্দায় তুলে ধরতে চান এই সময়ের পরিচালকরা, সেটাই 'মায়াকুমারী' ছবির প্রেক্ষাপট। বাংলা সিনেমার ১০০ বছর উদযাপন উপলক্ষে পরিচালক অরিন্দম শীলের এই মিউজিক্যাল ছবির নির্মাণ করেছেন। এখানে মায়াকুমারী হলেন চল্লিশের দশকের বাংলা সিনেমার জনপ্রিয় এক অভিনেত্রী। এক সময় মায়া-কাননের জুটি দর্শকের সবচেয়ে প্রিয় জুটি ছিল। এখানে কানন হলেন কাননকুমার। কিন্তু হঠাৎ সিনেমার দুনিয়া থেকে বিদায় নেয় মায়া। যদিও ছবির দুটি চরিত্রই সম্পূর্ণ কাল্পনিক। গল্পের দুই চরিত্রের জীবন নিয়ে ছবি নির্মাণ করতে গিয়ে পরিচালক কাননের চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেন তার নাতিকে। এই জন্য দুই প্রজন্মের দুটি চরিত্রের মধ্যে কী ফারাক রয়েছে বা কী মিল রয়েছে সেটাও দেখা যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে এই 'মায়াকুমারী'। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক ও কলাকুশলীরা।

প্রিমিয়ারের অনুষ্ঠানে 'মায়াকুমারী' "ছবির অভিনেতা ইন্দ্রশিস রায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় বলেছেন, "এই ধরনের মিউজিক্যাল ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন হয়নি। সঙ্গীত যে একটা ছবির প্রেক্ষাপট হতে পারে সেটা আমরা অনেক দিন ধরে ভাবিনি। অরিন্দমদা সেটা ভেবেছে তাই খুব ভাল লাগছে।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...