আলো, আনন্দ আর উৎসব নিয়ে নিয়ে ক্রিসমাস। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষে মেতে ওঠে গোটা বিশ্ব। বাকি দুনিয়ার কাছে যেদিনটা ‘ক্রিসমাস’ বাঙালির কাছে সেই দিনটাই ‘বড়দিন’। বাঙালির বড়দিনে শুধু দিন বড় হয় না, আনন্দটাও বড় হয়ে যায়। বিশ্বকে আপন করে নেওয়া নিজস্ব আন্তরিকতায়। তাই ক্রিসমাসে কেকের সাইজ যেমনই হোক খামতি থাকে না আনন্দের উদযাপনে। ছড়িয়ে যায় পার্ক স্ট্রিট থেকে সোনারপুর কিংবা ঝাড়গ্রামের সাঁওতাল পল্লীতেও। ২৫ ডিসেম্বর আসলে মানবতা উদযাপনের দিন। এই কথার সুরই শোনা গেল অভিনেত্রী মৌবনী সরকার আর মিসেস ইউনাইটেড নেশনস ২০২২ উইনার পামেলা পাল দাসের গলাতেও।
কলকাতা টুডের উদ্যোগে এবং পূজা’স ক্রিয়েটিভ মেকওভার-এর সহযোগিতায় অভিনেত্রী মৌবনী সরকার আর মিসেস ইউনাইটেড নেশনস ২০২২ উইনার পামেলা পাল দাস বড়দিন উদযাপন করলেন পার্ক স্ট্রিটে। আলো ঝলমলে পার্কস্ট্রিটে দাঁড়িয়ে দুই তারকা জিয়ো বাংলাকে জানালেন ক্রিসমাস নিয়ে নিজেদের ভাবনার কথা।
মৌবনী বললেন টু হ্যাভ ফান অ্যান্ড এনজয় লাইফ-এভাবেই খুঁজে পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ম্যাজিকটা।
আর পামেলার কথায়, বাঙালি দুর্গাপুজো যেভাবে সেলিব্রেট করে সেভাবেই সেলিব্রেট করে বড়দিন।
ক্রিসমাসের আনন্দ রঙ ছড়িয়ে ছিল দুই সুন্দরীর সাজেও। হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে বড়দিন উদযাপনের অভিজ্ঞতাও দুই তারকার কাছেই ছিল দারুণ এক ম্যাজিক!