Monsoon Makeup Tips: কোন ভুলের জন্য মেকআপ Cakey হয়ে যায়?

কোন ভুলের জন্য মেকআপ Cakey হয়ে যায়? বর্ষায় মেকআপ দীর্ঘস্থায়ী করার সহজ উপায় কী? এই সময় ত্বকের যত্ন নেবেন কী ভাবে? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট শর্মিষ্ঠা মালাকার (Sharmistha Malakar, Professional Makeup Artist)…

 

হাইলাইটস: 

১। বর্ষায় মেকআপ দীর্ঘস্থায়ী করার সহজ উপায় কী?

২। সেনসিটিভ স্কিনে কেমন মেকআপ করা উচিত?

৩। কী কী ভুলের কারণে মেকআপ কেকি হয়ে যায়?

 

বর্ষার মরসুমে মেকআপ Cakey হওয়া কীভাবে ঠিক করা যাবে?

মেকআপ করার ক্ষেত্রে প্রথমেই মুখে ক্লিনজিং, টোনিং ও মশ্চারাইজিং করে নিতে হবে। এরপর মেকআপের শুরুতে ভালো ব্র্যান্ডের প্রাইমার ব্যবহার করতে হবে। তবে হাই কভারেজ ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। বর্ষার মরসুমে লো কভারেজ ফাউন্ডেশন এবং টিন্টেড ফাউন্ডেশন ব্যবহার করা উচিত।

বর্ষাকালে শুষ্ক ত্বক ও অ্যাকনে সমস্যার সমাধান কীভাবে করা যায়?

প্রত্যেকদিন মেকআপ ব্যবহার করলে ফাউন্ডেশন বাদ দেওয়াই উচিত। এর বদলে বিবি ক্রিম, সিসি ক্রিম, টেন্টেড ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যাকনে ও ত্বক সেনসিটিভ, তাদের সেই হিসেবে মেকআপ ও স্কিন কেয়ার প্রডাক্ট বেছে নিতে হবে।

সেনসিটিভ স্কিনে কেমন মেকআপ করা উচিত?

সেনসিটিভ স্কিনে সবসময়ই খুব কম মেকআপ করা উচিত। হালকা ফাউন্ডেশন ও কম্প্যাক্ট পাউডার ব্যবহার কর‍তে হবে। এছাড়াও কাজলের ক্ষেত্রে ওয়াটার প্রুফ কাজল ইউজ করা যেতে পারে।

কী কী ভুলের কারণে মেকআপ Cakey হয়ে যায়?

সান্সক্রিম:

বর্ষার সময় অনেকেই ওয়েদার দেখে মেকআপ প্রসেসে সান্সক্রিম বাদ দেয়। এটি সবথেকে বড় ভুল। ওয়েদার যেমনই থাকুক, সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই জরুরী।

ফাউন্ডেশন:

নিজের ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশন বেছে নিতে হবে। ফাউন্ডেশনের উপর মেকআপ অনেকটা নির্ভর করে। কিন্তু যদি প্রত্যেকদিন মেকআপ করা হয় সেক্ষেত্রে ফাউন্ডেশন বাদ দেওয়া উচিত। কারণ প্রত্যেকদিন ফাউন্ডেশন ব্যবহার করলে সেটি ত্বকের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক।

মেকআপ ফিক্সার:

মেকআপের প্রতিটা স্টেপই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মেকআপের শেষে ফিক্সিং স্প্রে ব্যবহার না করলে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হতে পারে। কারণ ফিক্সিং স্প্রে মেকআপকে অনেকক্ষণ ভালো রাখতে সাহায্য করে।

বর্ষাকালে ঠোঁট শুস্ক হলে তা ঠিক করব কীভাবে?

মেকআপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ লিপস্টিক। কিন্তু বর্ষায় ঠোঁট অনেক শুষ্ক থাকে ফলে লিপস্টিক বেশিক্ষণ ঠোঁটে থাকেনা। এই সমস্যার সমাধানে ঠোঁটে সঠিকভাবে মশ্চারাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও ম্যাড লিপস্টিক ইউজ করলে, ঠোঁটের লিপস্টিক কম ফেটে যায়।

দর্শকদের প্রশ্ন:

ঘরোয়া ভাবে কীভাবে স্কিন কেয়ার নেওয়া যায়?

ঘরোয়া ভাবে স্কিন কেয়ারের ক্ষেত্রে, বাড়িতে ফেসপ্যাক বানানো যেতে পারে।

ফেসপ্যাক:

চন্দনগুড়ো, কফি পাউডার, মধু এবং দুধ বা গোলাপজল দিয়ে মিক্স করে মুখে লাগাতে হবে। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে।

এটি সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও, স্কিন কেয়ারের ক্ষেত্রেও দিন ও রাত্রি দুই সময়ের জন্য দুই ধরনের প্রোডাক্ট ব্যবহার করা ভালো। অয়েলি স্কিন যাদের তারা ভিটামিন C সিরাম বাদ দিলেই ভালো এবং মেকআপ তোলার জন্য মেকআপ রিমুভার বা নারকেল তেল ব্যাবহার করতে পারেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...