বর্ষা মানেই স্যাঁতস্যাঁতে সময়। বিশেষ করে মেকআপ নিয়েই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় এই সময়। বৃষ্টি আর বাতসের আর্দ্রতায় মেকআপ নষ্ট হওয়ার ভীষণ সম্ভবনা রয়েছে এই সময়। বর্ষাকালে মেকআপ পদ্ধতি দেখিয়েছেন মেকআপ আর্টিস্ট মৌমিতা নস্কর দাস।
মেকআপ আর্টিস্ট মৌমিতা নস্কর দাস বলেছেন, যারা আই মেকআপ করতে ভালোবাসেন এই বর্ষাকালে তাদের মেকআপের জন্য মাস্কারা, জেল বেসড কাজল অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে। এছাড়াও যে কোন ম্যাট আই শ্যাডো ক্যারি করতে পারে। এই তিনটি জিনিস ব্যবহার করে খুব সহজেই মেকআপ করে নেওয়া যায়। বর্ষাকালে লাইট মেকআপ বেশি ভাল লাগে। হেভি মেকআপ না করাই উচিত। কারণ লাইট মেকআপ ত্বকে বেশিক্ষণ স্থায়ী হয়। এই ধরনের মেকআপ উঠে যাওয়ার খুবই সম্ভবনা কম। বর্ষাকালে অনেক সময় জল লেগে মেকআপ উঠে যায়। এই ধরনের পরিস্থিতি হলে টিস্যু দিয়ে জল মুছে তারপর কনসিলার ব্যবহার করে মেকআপ করতে হবে। যাদের ওয়েলি স্কিন তাদের খুব বেছে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। সব ধরনের ময়েশ্চরাইজার তাদের ত্বকের জন্য ঠিক নয়। এছাড়া সারা বছরই মেকআপের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে বর্ষাকালে মেকআপের জন্য লিক্যুইড লিপস্টিক খুবই জরুরি।
মেকআপ করার আগেই সি.টি.এম করে নিতে হবে। তারপর লাইট ওয়েট প্রাইমার ব্যবহার করতে হবে। এবার কালার কারেকশনের জন্যে ওরেঞ্জ কনসিলার ব্যবহার করতে হবে। স্কিন কারেকশনের পর লাইট ওয়েট ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। সব সময় স্কিন কালার অনুযায়ী মেকআপ ব্যবহার করতে হবে। এবার বেস মেকআপ সেট করার জন্য পাউডার ব্যবহার করতে হবে। তারপর কনটোর ও ব্লাশ করে নিতে হবে। এরপর হাইলাইটার ব্যবহার করতে হবে। লাইট কালার ব্যবহার করে আই ব্রো শেপ করে নিতে হবে। মেকআপ সেটের জন্য সেটিং স্প্রে ব্যবহার করতে হবে।
আই মেকআপের জন্যে লাইট কালার ব্যবহার করা যেতে পারে। চোখের নিচের অংশ হাইলাইট করতে হবে লাইট ব্রাউন দিয়ে। এবার ওয়াটার প্রুফ আই লাইনার ব্যবহার করে চোখের বর্ডার করে নিতে হবে। তারপর লোয়ার ল্যাশ লাইনে কাজল ব্যবহার করা যেতে পারে। এরপর মাস্কারা ব্যবহার করতে হবে। ঠোঁটে ক্রিমি বেসড ম্যাট লিপস্টিক।