এখনও গ্রামের মানুষরা সানন্দে মেতে ওঠেন গ্রামবাংলার ঐতিহ্য-পরম্পরাবাহী ‘মইছাড়া’ পার্বণ-এ

বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণদুর্গা পুজা, কালী পূজা ছাড়াও এমন বহু গ্রাম্য পার্বণ রয়েছে যা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। গ্রাম্য পার্বণ বলতে ভাবছেন, নবান্ন বা গাজন?
না। এ এক অনন্য গ্রাম্য পার্বণ, যার সঙ্গে মিশে রয়েছে গ্রামবাংলার ঐতিহ্য-পরম্পরা।
কলকাতা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে সুন্দরবনের গা ঘেঁষে, মাতলা নদীর ধারে ক্যানিং, শিয়ালদহ থেকে মাত্র ঘন্টা খানেক-এর ট্রেন সফর আপনাকে পৌঁছে দেবে ক্যানিং-এ। এখানে বেশিরভাগ মানুষই পেশায় মৎস্যজীবী বা কৃষকক্যানিং থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম হেরোভাঙা
ক্যানিং স্টেশন থেকে অটো অথবা ট্রেকার করে মাত্র মিনিট ২৫-এর যাত্রা আপনাকে পৌঁছে দেবে এই গ্রামে। এইখানেই প্রতি বছর বর্ষাকালে অনুষ্ঠিত হয় ‘মইছাড়া’ উৎসব।
অনুর্বর জমিকে উর্বর করার জন্য ষাঁড়ের পিঠে লাঙল বেঁধে দৌড় প্রতিযোগিতার নামই ‘মইছাড়া’। কৃষির সঙ্গে সম্পর্কিত এ এক অনন্য প্রতিযোগিতা, যেখানে এক একটি ষাঁড়ের সর্বাধিক মূল্য ৪ লক্ষ টাকা পর্যন্ত। আসে পাশের সমস্ত গ্রাম থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই উৎসবে। আরো দ্রুত বেগে দৌড় করানোর জন্য প্রতিযোগীরা ষাঁড়ের লেজে কখনও কখনও কামড়ও বসিয়ে থাকেন।
এইভাবেই বহু বছর ধরে চলে আসছে গ্রামবাংলার ঐতিহ্য-পরম্পরাবাহী অনন্য এই গ্রাম্য পার্বণ। বর্ষাকালের এই উৎসব এখন অনেকেরই আকর্ষনের কেন্দ্রবিন্দু।

এটা শেয়ার করতে পারো

...

Loading...