Minimalist Festive Makeup: কেমন হবে এই বছরের দুর্গা পুজোর পঞ্চমীর সাজ?

কেমন হবে পঞ্চমীর সাজ? এ বছরের পুজোয় পোশাকের ট্রেন্ডিং কালার কী? কেমন হবে পুজোর হেয়ার স্টাইল, টিপস দিলেন অভিনেত্রী লীনা বিশ্বাস ( Lina Biswas, Actress)

 

হাইলাইটসঃ
১। পঞ্চমীতে কেমন সাজ ফ্যাশনে ট্রেন্ডিং?
২। পুজোয় শাড়ি লুক কেমন হতে পারে?
৩। পুজো স্পেশাল হেয়ারস্টাইল কী?

পঞ্চমীতে কেমন সাজ ফ্যাশনে ট্রেন্ডিং?

পুজো বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব। তাই এই সাজ হতে হবে বাঙালিয়ানায় ভরপুর। সাবেকি হোক বা ইন্দো-ওয়েস্টার্ন, সঠিক সাজে যেকোনো লুকেই আপনাকে লাগবে অনন্যা।

তবে পঞ্চমী যেহেতু পুজো শুরুর একদম প্রথম পর্বের দিন, তাই এই সাজ হালকা হতেই পারে। অনেকে পঞ্চমীর দুপুরে ঠাকুর দেখতে বাইরে যায়, তাই এই আবহাওয়ায় হালকা সাজ খুব আরামদায়ক ও সুন্দর।

পঞ্চমীর দিন ইন্দো-ওয়েস্টার্ন লুকে সেজে ওঠা যায়। সাথে হালকা মেকআপ, অল্প জুয়েলারি, কাজল ও লিপস্টিক পরে নিলেই সাজ সম্পূর্ণ।

পুজোয় শাড়ি লুক কেমন হতে পারে?

দুর্গাপুজোয় শাড়ি পরেন না এমন কোন বাঙালি নারী খুঁজে পাওয়া দুষ্কর। তবে এইবার পুজোয় গতানুগতিক স্টাইলে শাড়ি পড়ার চেয়ে অন্য সাজে সেজে ওঠা যায়। শার্টের সাথে হালকা শাড়ি ম্যাচ করে পড়া যেতে পারে।

পুজো স্পেশাল হেয়ারস্টাইল কী?

এখন পুজোয় সবাই হালকা ও আরামদায়ক সাজই পছন্দ করে। কিন্তু অনেকেই আছেন হেয়ারস্টাইল নিয়ে সমস্যায় পড়েন। কিন্তু খুব অল্প সময়েই এলিগেন্ট লুক ফুটিয়ে তোলা যায়। চুলের দৈর্ঘ্য অনুযায়ী বাড়িতে থাকা অল্প কিছু জিনিস দিয়েই সুন্দর হেয়ারস্টাইল করতে পারেন।

১। যারা খোপা পছন্দ করেন, তারা চুল উপরের দিকে বেঁধে সামনের থেকে লক্স বের করে নিতে পারেন। এটি খুব আরামদায়ক ও সুন্দর।

২। এছাড়াও যাদের লম্বা চুল, তারা চুল অল্প কার্ল করে, সামনের ফেস থেকে কিছুটা চুল নিয়ে টাই-আপ করে দিতে পারেন।

এই বছরে পুজোর সাজের রঙ কী?

এই পুজোয় ডার্ক রঙের তুলনায় হালকা রঙে সেজে উঠতে পারেন। প্যাস্টেল শেড, হালকা গোলাপি, মফ বা হলকা নীল রঙের পোশাকে আপনাকে অসামান্য দেখতে লাগবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...