Mental Health: চঞ্চল ও অমনোযোগী শিশু এবং ADHD আক্রান্ত শিশুর মধ্যে পার্থক্য কী?

অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD) এবং অটিজম কী? চঞ্চল ও অমনোযোগী শিশু এবং ADHD আক্রান্ত শিশুর মধ্যে পার্থক্য কী? এই অসুখগুলি কীভাবে প্রভাব ফেলে? হোমিওপ্যাথি চিকিৎসা ADHD এবং অটিজমের ক্ষেত্রে কীভাবে সাহায্য করতে পারে?পরামর্শ দিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়।

 

Read Also :  শিল্পীর অবাধ বিচরণ বিভিন্ন ক্ষেত্রে

হাইলাইটসঃ
১। ADHD এবং অটিজম কী?
২। এই অসুখগুলি কীভাবে প্রভাব ফেলে?
৩। হোমিওপ্যাথি চিকিৎসা এই রোগের ক্ষেত্রে কতটা উপকারী?

 

অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (ADHD) এবং অটিজম কী?

এই দুটি রোগই একধরনের Behavioral Disorders।

ADHD –এর মধ্যে দুটি sub-type হয়। প্রথমটি Predominantly Hyperactive। খুব চঞ্চল শিশু। দ্বিতীয়টি হল Predominantly Inattentive, অর্থাৎ যারা কাজে সঠিক মনোযোগ দিতে পারে না। অনেক সময় এই দুটি ধরন একইসঙ্গে বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায়। এটিকে বলা হয় ADHD।

চঞ্চল ও অমনোযোগী শিশু এবং ADHD আক্রান্ত শিশুর মধ্যে পার্থক্য কী?

অনেক বাচ্চারাই চঞ্চল ও অমনোযোগী হয়। বেশিরভাগ সময়ই সেটাই বাচ্চাদের স্বাভাবিক ব্যবহার। কিন্তু বাচ্চার পরিবারের লোকজন যদি মনে করেন বাচ্চার অস্থিরতা প্র্য়োজনের তুলনায় বেশি। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

৪ থেকে ১৭ বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই রোগের প্রভাব বেশি দেখা যায়।

এই অসুখগুলি কীভাবে প্রভাব ফেলে?

এই রোগের সঠিক চিকিৎসা না হলে ভবিষ্যতে বাচ্চাটির স্বাভাবিক ব্যবহারে অনেক সমস্যা দেখা যায়।

কী কী কারণে এই রোগ দেখা যায়?

১। জন্মের পর বাচ্চা দেরীতে সাড়া দিলে
২। Pre Machor Baby
৩। ভ্যাকসিনের প্রভাব
৪। মায়ের Unwanted Pregnancy
৫। গর্ভাবস্থায় মা আঘাত পেলে
৬। গর্ভাবস্থায় মা ডিপ্রেশনে থাকলে
৭। বাচ্চার Developmental Age –এ তার মা-বাবার সম্পর্ক খারাপ থাকলে

হোমিওপ্যাথি চিকিৎসা ADHD এবং অটিজমের ক্ষেত্রে কীভাবে সাহায্য করতে পারে?

এই রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি রোগের চিকিৎসাক্ষেত্র বহুদূর বিস্তৃত। ADHD এবং অটিজমের ক্ষেত্রে হোমিওপ্যাথি বাচ্চার ব্যবহারের উপর নির্ভর করে চিকিৎসা করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...