Mental Health Disorder: ‘অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার’ বা ওসিডি কী?

অতিরিক্ত পরিপাটি থাকার অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সর্বক্ষণ খুঁতখুতানি- মানেই কি ওসিডিতে ভুগছেন? ‘অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার’ বা ওসিডি কী? কেন হয়? এই সমস্যা চরম পর্যায়ে গেলে রোগী কী ধরনের বিপদ ঘটায়? চিকিৎসা কী? বিস্তারিত জানালেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ অনিকেত মুখোপাধ্যায়।

 

হাইলাইটসঃ
১। ওসিডি কী?
২। সর্বক্ষণ খুঁতখুতানি মানেই কি ওসিডিতে ভুগছেন?
৩। এই রোগের চিকিৎসা কী?

 

ওসিডি কী?

ওসিডি হল অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। এই রোগে কোনও এক ধরনের চিন্তা সবসময় রোগীর মানসিক শান্তি বিঘ্নিত করে। রোগীরা চেষ্টা করে সেই চিন্তা থামাতে, কিন্তু তাঁরা সেটা পারেনা। সেই চিন্তা থেকে দূরে থাকার জন্য রোগীরা মনে মনে অন্যকিছু ভাবার চেষ্টা করে বা বারবার ঘর গুছিয়ে বা কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে।

সর্বক্ষণ খুঁতখুতানি মানেই কি ওসিডিতে ভুগছেন?

না, খুঁতখুতানি ও ওসিডি আলাদা দুটি ধরন। অনেকেই পরিপাটি পছন্দ করেন। সেটি ওসিডি নয়। কিন্তু যদি কেউ সারাক্ষণ সমস্ত বিষয় নিয়ে খুঁতখুতানি প্রকাশ করেন বা সবার কাজের সমালোচনা করেন তবে এই behavioral disorder –কে বলা হয় OCPD বা Obsessive-Compulsive Personality Disorder।

OCD অনেক সময়ই সামাজিক ও আর্থিক দিন থেকে সমস্যা তৈরি হয় কিন্তু OCPD –তে সাধারণত সেই সমস্যা থাকে না।

OCD হওয়ার কারণগুলি কী কী?

OCD হল একধরণের brain diseases।

এই রোগের সাধারণ কারণগুলি হল-

১। মানসিক চাপ
২। জেনেটিক সমস্যা ইত্যাদি

এই রোগের চিকিৎসা কী?

এই রোগের মূলত দুটি ধরনের চিকিৎসা হয়। প্রথমটি, Pharmacotherapy বা ওষুধের সাহায্যে রোগ নিরাময় এবং দ্বিতীয়টি Psychotherapy, অর্থাৎ Counselling।

OCD রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব?

হ্যাঁ। প্রায় ২০ থেকে ২৫ শতাংশ মানুষ এই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...