এবারের শীতে পুরুষদের লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী? পুরুষরা শীতকালীন পোশাকের জন্য কী কী রং বেছে নিতে পারেন? ফ্যাশন আর কমফোর্টের মধ্যে ব্যালেন্স করবেন কীভাবে? উইন্টার ফ্যাশন টিপস দিলেন প্রফেশনাল মডেল দেবরাজ চৌধুরী ( Debraj Chowdhury, professional Model)
হাইলাইটসঃ
১। এবারের শীতে পুরুষদের লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কী?
২। শীতকালীন পোশাকের জন্য কী কী রং বেছে নিতে পারেন?
৩। ফ্যাশন আর কমফোর্টের মধ্যে ব্যালেন্স করবেন কীভাবে?
শীতকালে ফ্যাশন ও কমফর্টের মধ্যে ব্যালেন্স করবেন কীভাবে?
ফ্যাশন ও কমফর্ট দুটো বিষয়কে আলাদা করার কোন প্রয়োজন নেই। আরামদায়কভাবে যেকোন পোশাকই ফ্যাশনেবল স্টাইলে পরা যায়। সাধারণ মানুষ ফ্যাশন সম্পর্কে বিশেষ জানেন না। কিন্তু খুব সহজেই নিজের পোশাকের ফ্যাশন উন্নত করা সম্ভব।
বর্তমানে ওভার সাইজ হুডি ফ্যাশনে ইন। সেক্ষেত্রে ওভারসাইজ হুডির সঙ্গে কার্গো জিন্স ও সাদা স্নিকার্স ক্যারি করলে দারুণ মানাবে।
কিন্তু নিজের পোশাক সম্পর্কে নিজের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তবেই প্রতিটি পোশাক ক্যারি করা সহজ হবে।
পুরুষরা শীতকালীন পোশাকের জন্য কী কী রং বেছে নিতে পারেন?
ছেলেদের পোশকের জন্য সব থেকে সেরা রঙ কালো। কারণ, এই রঙের সঙ্গে পোশাকের সমস্ত খুঁটিনাটির মিল হতে পারে। এছাড়াও ব্রাউন ও সাদা রংয়ের পোশাকে সেজে উঠলে খুব ভালো মানাবে।
নতুন ফ্যাশন ট্রেন্ড্র কী?
লং কোর্ট বর্তমান ফ্যাশন ট্রেন্ডে খুব ইন। বাজারে বিভিন্ন দামের লং কোর্ট পাওয়া যায়। সেখান থেকে ডার্ক রং-এর লং কোর্ট পরা যায়।
এথনিক লুক ফ্যাশন ফ্রেন্ড কী?
১। হাফ শর্ট কোর্ট এক্ষেত্রে একটি ভালো অপশন।
২। এছাড়াও পাঞ্জাবি কুর্তার উপরে শর্ট জ্যাকেট পরা যেতে পারে।
৩। সোয়েট শার্ট
৪। কালো লেদার জ্যাকেট
এছাড়া হাফ শার্ট, বেল্ট, স্কার্ফএ, সানগ্লাস - এগুলো পরা যেতে পারে।