কলকাতা মানেই ইতিহাস। আর সেই ইতিহাসের অন্যতম ধারক দুর্গাপুজো। সেই পুজোর প্রাক্কালে ব্যাস্ত সকলে।সেই ব্যাস্ততার মধ্যেও আমাদের ষ্টুডিওতে উপস্থিত ছিলেন 'মানিকতলা ১৪-র পল্লি ক্লাব'।১৯৪৩সালে নির্মাণ হয় এই ঐতিহ্যবাহী কমিটির।স্বাধীনতারও আগে জন্ম তাদের পূজো কমিটির। দীর্ঘ পথ অতিক্রম করে এবছরে ৭৫এ পা দিলো তাদের কমিটি।কমিটির স্থাপনের শুরু থেকে সাবেকিয়ানায় মায়ের আরাধনা করা হলেও ২০১০ সাল থেকে থিমে প্রবেশ করেছে তাদের পুজো। এবছরে তাদের থিম 'পুরোনো স্মৃতি কলকাতা'।যেসব ইতিহাস হারিয়ে যাচ্ছে যেমন-চিঠি, রেকোর্ডপ্লেয়ার, গ্রামাফোন, পোস্টার, লম্ফো, লণ্ঠন ইত্যাদি দ্রব্য ব্যাবহার করা হয়েছে তাদের মণ্ডপ সজ্জার কাজে। থিমের পুজো হলেও সাবেকি প্রতীমায় হয়ে আসছে এত বছর ধরে।কমিটির প্রারম্ভ থেকে শুরু করে এখনো অবধি মোট আটটি পুরুষ্কার পেয়েছেন। এবারে আশা বাদী জিয়ো বাংলা শারদ সম্মান অ্যাওয়ার্ড এর জন্য।তাদের এই নিদারুন শিল্পকলা দেখতে হলে আপনাকে যেতেই হবে 'মানিকতলা ১৪এর পল্লি ক্লাব' এ পুজো মন্ডপে।যাবেন কি করে চিন্তা করছেন,সহজতর পথ মেট্রো তো রয়েছেই।মেট্রো করে গিরিশপার্ক নামুন সেখান থেকে অটো করে 'মানিকতলা ১৪এর পল্লি ক্লাব'।