Makeup Tutorial: ঘরোয়া উৎসবে সহজে মেকআপ করবেন কীভাবে?

ঘরোয়া অনুষ্ঠানে কী ভাবে মেকআপ করা উচিত? দিনে অফিস তারপর সেলিব্রেশন-এই দুই সাজের জন্য একটি-ই ট্রানজিশন মেকআপ লুক কী ভাবে তৈরি করবেন? কী কী নিয়ম মানলে মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হবে? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা দাস (Priyanka Das, Professional Makeup Artist)

মেকআপের পর ত্বকের যত্ন নেবেন কীভাবে?

রাখিবন্ধন প্রত্যেক বোনের জন্যই খুব কাছের একটি উৎসব। এই দিন সেজেগুজে তারা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। তাই সেই সাজগোজে অল্প মেকআপ তো থাকবেই। কিন্তু মেকআপ করার সারাদিন পর ত্বক যথাযথভাবে পরিষ্কার বা ক্লিন করা খুব গুরুত্বপূর্ণ। ক্লিনজিং-টোনিং-মশ্চারাইজিং, এই রুটিনটা মেনে চলতে হবে।

এছাড়াও যারা বাইরে বেরোবে, তাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে কীভাবে মেকআপ করা যাবে?

ঘরোয়া সাজ মূলত হালকা হয়। তাই মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন বাদ দেওয়া যেতে পারে। মুখ প্রথমে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। এরপর পছন্দ মত মশ্চারাইজার ব্যবহার করতে হবে। এরপর কন্সিলার ও কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নিয়ে হালকা ব্লাশার ব্যবহার করে নিতে হবে। আর এরপর সবার পছন্দের হালকা কাজল আর লিপস্টিক পরে নিলেই ঘরোয়া সাজ সম্পূর্ণ হয়ে যাবে।

অফিসের কাজ সেরে অনুষ্ঠানে যেতে হলে, সহজে কীভাবে মেকআপ করে নেওয়া যায়?

অফিসে মূলত নো-মেকআপ-মেকাআপ-লুক করতে পছন্দ করে সবাই। কিন্তু মুখে যতই হালকা মেকআপ করুন না কেন, অফিসের পর কোন অনুষ্ঠান বা প্রোগ্রামে যেতে হলে, প্রথমে বাড়ি ফিরে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আগের করা মেকআপের উপর আবার নতুন করে মেকআপ করলে সেটি ত্বকের পক্ষে ক্ষতিকারক। এরপর হালকা করে মেকআপ করে নিলেই সাজ সম্পূর্ণ।

মেকআপ কীভাবে অনেক সময় অবধি ঠিক থাকবে?

এর জন্য প্রথমেই প্রয়োজন ভালো ব্রান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা। ভালো প্রাইমার ব্যবহারের করাও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও মেকআপ সেটিং স্প্রে রয়েছে, যার মাধ্যমে সাজ অনেকটা সময় অবধি ভালো থাকে।

দর্শকদের প্রশ্ন:

পোশাকের রঙ অনুযায়ী কেমন মেকআপ করা উচিত?

সময় এবং পোশাক অনুযায়ী আমাদের নির্দিষ্ট একটি সামঞ্জস্য সাজ থাকে। যেমন সকালে কেউ যদি কালো পোশাক পরে, তবে তার সাথে নিউড বা হালকা রঙের লিপস্টিক ভালো লাগবে, আবার যদি কেউ সেই পোশাকটি রাতে পরে, তাবে তার সাথে লাল লিপস্টিক পরা যেতে পারে। এমনভাবেই সঠিক সামঞ্জস্য রেখে মেকআপ করা উচিত।

ফাউন্ডেশন ও কম্প্যাক্টের শেড কীভাবে বাছাই করা যাবে?

ফেয়ার, ডার্ক এবং মিডিয়াম - এমন বিভিন্ন ধরনের স্কিনটোন  হয় আমাদের। প্রথমে নিজেদের সঠিক স্কিনটোন বেছে নিতে হবে। এরপর সেই টোন অনুযায়ী দুই শেড লাইট রঙের ফাউন্ডেশন নিতে হবে। কম্প্যাক্টও এক শেড লাইট রাখতে হবে। তবে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী এই শেডের রঙ বদলায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...