ঘরোয়া পদ্ধতিতে মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় কী? কী কী ব্যবহার করলে ঘামেও মেকআপ নষ্ট হবে না? লম্বা সময় টাচ-আপ ছাড়া মেকআপ পারফেক্ট রাখা যায় কী ভাবে? ট্রিকস শেয়ার করলেন অভিনেত্রী সাগরিকা রায় (Sagarika Roy, Actress)
হাইলাইটসঃ
১। মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় কী?
২। মেকআপের প্যাচি ভাব দূর করবে কীভাবে?
৩। মেকআপ করার আগে কীভাবে স্কিন কেয়ার করা যায়?
মেকআপ দীর্ঘস্থায়ী করার উপায় কী?
ভালো মেকআপের জন্য প্রথমেই প্রয়োজন বেস মেকআপ সঠিক করা। মেকআপ এর ক্ষেত্রে ফাউন্ডেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের ত্বক অনুযায়ী সঠিক ফাউন্ডেশন বাছাই করে মেকআপ করতে হবে।
মেকআপ করার সময় মাথায় রাখতে হবে কোন জায়গার জন্য এবং কোন পরিবেশে মেকআপ করা হচ্ছে। সেই অনুযায়ী মেকআপের ধরণ বাছাই করতে হবে। তবেই মেকআপ অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে।
মেকআপের প্যাচি ভাব দূর করবে কীভাবে?
এর জন্য প্রথমেই প্রয়োজন নিজের ত্বকের ধরন ঠিক করা। বিভিন্ন মানুষের স্কিন টোন ভিন্ন হয়। সেই অনুযায়ী মেকআপ বাছাই করতে হবে। তবেই মুখে মেকআপ ফুটে উঠবেনা।
মেকআপ করার আগে স্কিন কেয়ার টিপস:
১। মুখ ক্লিনজিং করতে হবে।
২। গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করা যায়।
৩। মেকআপের আগে মুখে বরফ ব্যবহার করলে মেকআপ বেশিক্ষণ ভালো থাকে। তবে সরাসরি মুখে বরফ না ব্যবহার করে একটা সুতির কাপড়ের মধ্যে বরফ জড়িয়ে মুখে ব্যবহার করা উচিত।
টাচ-আপের জন্য কী কী জিনিস কাছে রাখতে হবে?
১। চিরুনি
২। লিপস্টিক
৩। ফাউন্ডেশন
৪। টিসু পেপার
৫। স্টুডিও ফিক্সড
৬। কম্প্যাক্ট পাউডার