পারফেক্ট আন্ডারআই-মেকআপ করবেন কীভাবে? চোখের ডার্ক সার্কেল ঢাকার সহজ উপায় কী? স্টেপ-বাই-স্টেপ মেকআপ কেমন হবে? টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট লিজা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটসঃ
১। পারফেক্ট আন্ডারআই-মেকআপ করবেন কীভাবে?
২। চোখের ডার্ক সার্কেল ঢাকার সহজ উপায় কী?
৩। চোখের যত্ন নেবেন কীভাবে?
আন্ডারআই ভালো রাখার জন্য কোন কোন ঘরোয়া টিপস কার্যকরী?
চোখ ভালো রাখার প্রথম শর্ত হল ঘুম। বয়স অনুযায়ী একজন মানুষের পক্ষে যতটা ঘুম প্রয়োজন, সেই পরিমাণ না ঘুমালে চোখে সমস্যা দেখা দেবে। এর ফলে আন্ডারআই-তে ডার্ক সার্কেল ফুটে উঠবে। সেকারণে প্রতিদিন রাতে অন্তত ৮ ঘন্টা ঘুম জরুরি।
চোখের যত্ন নেবেন কীভাবে?
ঘরোয়া উপায়ে চোখের যত্ন নিতে পারেন। আলুর রস, শসার রস ও টোম্যাটোর রস আন্ডার আই-এর ট্যান কমাতে সাহায্য করে।
অনেকেই মনে করেন মেকআপের সাহায্য ত্বকের সমস্ত খুঁত ঢেকে ফেলা সম্ভব, কিন্তু ত্বকে যদি খুব বেশি সমস্যা থাকে, মেকআপ সেটিকে আরও বাড়িয়ে তোলে। এটি ক্ষতিকর।
আন্ডার আই-এর ক্ষেত্রে কী ধরনের মেকআপ করা উচিত?
১। মেকআপ করার আগে এক টুকরো বরফ নিয়ে মুখে মেখে নিতে হবে। এর ফলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।
২। আন্ডার আই –এ ভালো করে মশ্চারাইজার মেখে নিতে হবে।
৩। মেকআপ সম্পূর্ণ হলেও সঙ্গে সবসময় একটা কমপ্যাক্ট পাউডার রাখতে হবে। ত্বক তৈলাক্ত বা মেকআপ কোনও কারণে নষ্ট হয়ে গেলে, কমপ্যাক্ট পাউডারের সাহায্যে সেটি ঠিক করে নিতে হবে।